মুম্বই, 3 নভেম্বর : টি-20 বিশ্বকাপে টানা দু'ম্যাচ হারের পর আবু ধাবিতে ভারত-আফগানিস্তান ম্যাচের মাঝেই বিরাট-রোহিতদের নতুন 'হেডস্যার' বেছে নিল বিসিসিআই ৷ 'ডু অর ডাই' ম্যাচে 20 ওভারে 210 রান করেছে 'মেন ইন ব্লু' ৷ সেই ম্যাচের মাঝেই বিসিসিআইয়ের (Board of Control for Cricket in India) ঘোষণা, টিম ইন্ডিয়ার নতুন কোচ হলেন রাহুল দ্রাবিড় ৷
আরও পড়ুন :T20 World Cup : কোন পথে সেমিফাইনালে যেতে পারে ভারত
রবি শাস্ত্রী পরবর্তী জমানায় কে হবেন টিম ইন্ডিয়ার হেড কোচ, তা নিয়ে জোর জল্পনা চলছিল বহুদিন ধরেই ৷ বিরাট কোহলিদের হেড কোচের পদে বিসিসিআই থেকে আম ক্রিকেট প্রেমী সকলেরই পছন্দের তালিকায় এক নম্বরে ছিলেন 'দ্য ওয়াল' ৷ প্রথমে রাজি না-হলেও পরে বিরাট কোহলিদের হেডস্যার হিসেবে দায়িত্ব নিয়ে রাজি হন প্রাক্তন ভারত অধিনায়ক ৷ সেই মতো বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতীয় দলের কোচের পদে আবেদন করেন দ্রাবিড় ৷ টি-20 বিশ্বকাপের পরই দায়িত্ব তুলে নেবেন তিনি ৷
সুলক্ষনা নায়েক এবং আরপি সিং-এর ক্রিকেট উপদেষ্টা কমিটি বুধবার সর্বসম্মতিক্রমে রাহুল দ্রাবিড়কে টিম ইন্ডিয়ার প্রধান কোচ হিসাবে নিযুক্ত করেছে । ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ থেকেই দলের দায়িত্ব নেবেন প্রাক্তন ভারত অধিনায়ক ।