পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Winter Session of Parliament : সংসদে নাগাল্যান্ড ইস্যুতে আলোচনা চেয়ে সুখেন্দু-অধীরদের নোটিশ - Parliament Session adjournment motion notice

নাগাল্যান্ড ইস্যুতে আলোচনা চেয়ে নোটিশ সাংসদদের ৷ সংসদের দুই কক্ষেই নাগাল্যান্ডে চলা অশান্তির ঘটনায় আলোচনার দাবিতে নোটিস দিলেন তৃণমূল-সহ একাধিক দলের সাংসদরা (MPs demanding discussion on Nagaland issue in Parliament) ৷

LokSabha and RajyaSabha Winter Session
নাগাল্যান্ড ইস্যুতে আলোচনা চেয়ে নোটিশ সাংসদদের

By

Published : Dec 6, 2021, 9:38 AM IST

Updated : Dec 6, 2021, 9:48 AM IST

নয়াদিল্লি, 6 ডিসেম্বর : লোকসভা এবং রাজ্যসভার অধিবেশনে নাগাল্যান্ড ইস্যুতে আলোচনা চেয়ে নোটিশ দিলেন সুখেন্দুশেখর রায়, অধীররঞ্জন চৌধুরী, মণীশ তিওয়ারি, কে সুরেশ, গৌরব গগৌ-সহ একাধিক সাংসদ (MPs demanding discussion on Nagaland issue in Parliament) ৷

নাগাল্যান্ডের মনে সুরক্ষাবাহিনীর গুলিতে 13 জন গ্রামবাসীর মৃত্যুর ঘটনায় (Security forces kill 13 civilians in Nagaland) আলোচনার দাবি জানিয়েছেন একাধিক দলের সাংসদরা ৷ তার মধ্যে রয়েছে তৃণমূলও ৷ রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় আলোচনা চেয়ে নোটিশ পাঠিয়েছেন ৷ রয়েছেন কংগ্রেসের অধীররঞ্জন চৌধুরী, মণীশ তিওয়ারি, মনিকম ঠাকুর, গৌরব গগৌ, কে সুরেশ ৷

এদিকে তেলাঙ্গানা রাষ্ট্র সমিতি সাংসদ নামা নাগেশ্বর রাও 'খাদ্যশস্য সংগ্রহের জাতীয় নীতি এবং কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি গ্যারান্টি' ইস্যুতে লোকসভায় স্থগিত প্রস্তাবের নোটিশ দিয়েছেন (Parliament Session adjournment motion notice) ৷

আরও পড়ুন : Nagaland Civilian Deaths : উত্তপ্ত নাগাল্যান্ডে আজ তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধিদল

Last Updated : Dec 6, 2021, 9:48 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details