নয়াদিল্লি, 6 ডিসেম্বর : লোকসভা এবং রাজ্যসভার অধিবেশনে নাগাল্যান্ড ইস্যুতে আলোচনা চেয়ে নোটিশ দিলেন সুখেন্দুশেখর রায়, অধীররঞ্জন চৌধুরী, মণীশ তিওয়ারি, কে সুরেশ, গৌরব গগৌ-সহ একাধিক সাংসদ (MPs demanding discussion on Nagaland issue in Parliament) ৷
নাগাল্যান্ডের মনে সুরক্ষাবাহিনীর গুলিতে 13 জন গ্রামবাসীর মৃত্যুর ঘটনায় (Security forces kill 13 civilians in Nagaland) আলোচনার দাবি জানিয়েছেন একাধিক দলের সাংসদরা ৷ তার মধ্যে রয়েছে তৃণমূলও ৷ রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় আলোচনা চেয়ে নোটিশ পাঠিয়েছেন ৷ রয়েছেন কংগ্রেসের অধীররঞ্জন চৌধুরী, মণীশ তিওয়ারি, মনিকম ঠাকুর, গৌরব গগৌ, কে সুরেশ ৷