পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Woman Hanging on Bonnet: ধৃত ছেলের জন্য বনেটে ঝাঁপ মায়ের, 50 মিটার টেনে নিয়ে গেল পুলিশের গাড়ি - গাড়ির বনেটে ঝাঁপ

ধৃত ছেলের জন্য পুলিশের গাড়ির বনেটে ঝাঁপ দিলেন মা ৷ তাঁকে 50 মিটার টেনে নিয়ে গেল পুলিশের গাড়ি ৷ মধ্যপ্রদেশের এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷

Woman Hanging on Bonnet
Woman Hanging on Bonnet

By

Published : Jul 5, 2023, 2:08 PM IST

ধৃত ছেলের জন্য পুলিশের গাড়ির বনেটে ঝাঁপ মায়ের

নরসিংহপুর (মধ্যপ্রদেশ), 5 জুলাই: মাদক চোরাচালানের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছিল পুলিশ ৷ তাঁদের পালানোর সুযোগ করে দিতে পুলিশের গাড়ির বনেটে ঝুলে পড়ে আত্মহত্যার চেষ্টা করেন এক অভিযুক্তের মা ৷ তবে তাঁকে বাঁচাতে পুলিশ গাড়ি থামায়নি ৷ কোনওমতেই যাতে দুই ধৃত পালাতে না পারে, তা নিশ্চিত করার দিকেই মনোযোগী ছিলেন পুলিশের আধিকারিকরা ৷ তাই ওই মহিলাকে গাড়ির বনেটে ঝুলন্ত অবস্থাতেই তাঁরা 50 মিটার পর্যন্ত টেনে নিয়ে যান ৷ এই ঘটনার ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ ভিডিয়ো দেখার পর সাসপেন্ড করা হয়েছে তিনজন পুলিশ আধিকারিককে ৷

মাদক পাচারকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছেন পুলিশ সুপার অমিত কুমার । আর তাতে সাফল্যও মিলেছে ৷ পুলিশের বিশেষ দল পরপর বেশ কয়েকজনকে মাদক পাচারের অভিযোগে গ্রেফতার করেছে ৷ তবে সোমবার গোটেগাঁওয়ে নয়াবাজার এলাকায় দুই অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যাচ্ছিল পুলিশ । ফাওয়ারা চকে গাড়ির গতি কমলে অভিযুক্তদের চিৎকার শুনে তাঁদেরই একজনের মা আচমকা পুলিশের গাড়ির সামনে এসে বনেটের উপর ঝাঁপ দেন ।

তবে তাতে গাড়ি থামায়নি পুলিশ ৷ অভিযুক্তরা যাতে পালিয়ে যেতে না পারে, সে জন্য ধীর গতিতে গাড়ি চালিয়ে পুলিশ থানার দিকে এগিয়ে চলে ৷ গাড়ির বনেটে ওই মহিলাকে ঝুলন্ত অবস্থাতে রেখেই প্রায় 50 মিটার পর্যন্ত এগিয়ে যায় পুলিশের গাড়ি ৷ এরই মধ্যে কোনও একজন সেই ঘটনার ভিডিয়ো ক্যামেরাবন্দি করে তা সোশাল মিডিয়ায় শেয়ার করেন ৷

আরও পড়ুন:দলিতের মুখে প্রস্রাব! পুলিশের হাতে গ্রেফতার বিজেপি নেতা প্রবেশ শুক্লা

মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ভিডিয়ো ৷ সেই ভিডিয়ো নজরে আসার পর পুলিশ সুপার গাড়িতে থাকা তিন পুলিশকর্মীকে সাসপেন্ড করেন ৷ পুলিশ সুপার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুই এসআই এবং একজন কনস্টেবলকে সাসপেনশনে রেখেছেন ।

পুলিশ সুপার অমিত কুমার জানান, গোটেগাঁওয়ের নয়াবাজার এলাকা দীর্ঘদিন ধরে চোরাই গাঁজা বিক্রি ও অন্যান্য বেআইনি কর্মকাণ্ডের ঘাঁটি হিসেবে পরিচিত ৷ সোমবার মাদকদ্রব্যের হেল্পলাইন নম্বর 9479688455-তে পাচারকারীদের সম্পর্কে তথ্য পাওয়া যায় । এর পর সোমবার পুলিশের একটি বিশেষ দল নয়াবাজারে অভিযান চালায় । এখান থেকে রাণু ও আরেক যুবককে মাদক-সহ আটক করা হয় ।

গাড়িতে করে ওই ধৃতদের থানায় নিয়ে যেতে শুরু করলে, থানা থেকে কয়েক কদম আগে ফাউন্টেন চকের সামনে অভিযুক্তদের একজন চিৎকার করে ফলের দোকানী এক মহিলাকে ডাকেন । ওই মহিলা দোকান থেকে বের হয়ে গাড়ির বনেটের উপর ঝাঁপ দেন । কোনও দুর্ঘটনা ঘটেনি দেখে পুলিশের দল গাড়িটি ধীরগতিতে রেখে থানা চত্বরে নিয়ে যায় ।

এসপি জানান, ওই মহিলা অভিযুক্তদের একজনের মা । সেই সময় গাড়ির পাশ থেকে জনৈক ব্যক্তি ঘটনার ভিডিয়ো করে সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেন । বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে এসআই অনিল আজমেরিয়া, সঞ্জয় সূর্যবংশী এবং কনস্টেবল নীরজ দেহরিয়াকে সাসপেন্ড করা হয় ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details