ছত্তরপুর (খাজুরাহো), 12 জুলাই : মুখ্যমন্ত্রীর জন্য ঠান্ডা চা আনায় শো-কজের চিঠি পেলেন মধ্যপ্রদেশের এক সরকারি আধিকারিক ৷ কেন মুখ্যমন্ত্রীর জন্য ঠান্ডা চা আনা হয়েছিল, তা তিনদিনের মধ্যে জানতে চাওয়া হয় ওই শো-কজের চিঠিতে ৷ পরে বিষয়টি নিয়ে হইচই হয় সোশ্যাল মিডিয়ায় ৷ তখন সেই শো-কজের সিদ্ধান্ত বাতিল করা হয় ৷
প্রসঙ্গত, সোমবার মধ্যপ্রদেশের রেওয়ায় ভোট প্রচারে গিয়েছিলেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপির শিবরাজ সিং চৌহান (Madhya Pradesh Chief Minister Shivraj Singh Chouhan) ৷ যাওয়ার পথে তাঁর বিমান নেমেছিল ছত্তরপুর জেলার খাজুরাহো বিমানবন্দরে (Khajuraho airport in Chhatarpur district) ৷ মুখ্যমন্ত্রীর জন্য চায়ের ব্যবস্থা করার দায়িত্ব ছিল জুনিয়র সাপ্লাই অফিসার রাকেশ কানুহার উপর ৷