মুম্বই, 23 এপ্রিল : হনুমান চালিশা পাঠ নিয়ে গত কয়েকদিন ধরে উত্তাল মুম্বই ৷ মসজিদে লাউড স্পিকার বাজানো নিয়ে যে বিতর্কের সূত্রপাত হয়েছিল তা এসে দাঁড়াল গ্রেফতারিতে ৷ শনিবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বাড়ি মাতোশ্রীর সামনে হনুমান চালিশা পড়ার হুঁশিয়ারি দিয়েছিলেন অমরাবতীর নির্দল সাংসদ নভনীত কউর রানা এবং তাঁর স্বামী বিধায়ক রবি রানা ৷ তারপরই শিবসেনার তরফে মুম্বই পুলিশে অভিযোগ দায়ের করা হয় ৷ সেই পরিপ্রেক্ষিতে এদিন বিকেলে রানা দম্পতিকে গ্রেফতার করে মুম্বই পুলিশ (MP Navneet Rana and MLa Ravi Rana arrested by Mumbai police) ৷ এই গ্রেফতারির খবর আসতেই শিবসেনা সমর্থকদের মধ্যে উচ্ছাস শুরু হয়ে যায় ৷
শনিবার রানা দম্পতিকে তাঁদের বাড়ি থেকেই গ্রেফতার করে খার থানার পুলিশ । গ্রেফতারির আগে তাঁদের আটক করা হয় । তবে রানা দম্পতি উদ্ধব ঠাকরের বাড়ির সামনে হনুমান চালিশা পাঠের হুঁশিয়ারি দিলেও এদিন তাঁরা সেই পরিকল্পনা থেকে পিছিয়ে আসেন । কিন্তু তার পরেও এদিন তাঁদের গ্রেফতার করে মুম্বই পুলিশ । ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 153 এ এবং 135 ধারায় মামলা রুজু করেছে পুলিশ ৷ মুম্বই পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে সাংসদ ও বিধায়ক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে ৷ রবিবার তাঁদের আদালতে তোলা হবে ৷
আরও পড়ুন : সাম্প্রদায়িক উস্কানিমূলক বিতর্ক চলবে না, টিভি চ্যানেলগুলিকে নির্দেশ কেন্দ্রের