পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Hanuman Chalisa Row : উদ্ধবের বাড়ির সামনে হনুমান চালিশা পড়ার হুঁশিয়ারি ! স্বামী-সহ গ্রেফতার সাংসদ-অভিনেত্রী

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বাড়ির সামনে হনুমান চালিশা পড়ার হুঁশিয়ারি দিয়েছিলেন মহারাষ্ট্রের নির্দল সাংসদ নভনীত কউর রানা এবং তাঁর স্বামী বিধায়ক রবি রানা ৷ এই হুঁশিয়ারির পরেই গ্রেফতার করা হয় তাঁদের (Ravi Rana Navneet Rana arrested)।

Navneet Rana arrested
রানা দম্পতি গ্রেফতার

By

Published : Apr 23, 2022, 8:50 PM IST

মুম্বই, 23 এপ্রিল : হনুমান চালিশা পাঠ নিয়ে গত কয়েকদিন ধরে উত্তাল মুম্বই ৷ মসজিদে লাউড স্পিকার বাজানো নিয়ে যে বিতর্কের সূত্রপাত হয়েছিল তা এসে দাঁড়াল গ্রেফতারিতে ৷ শনিবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বাড়ি মাতোশ্রীর সামনে হনুমান চালিশা পড়ার হুঁশিয়ারি দিয়েছিলেন অমরাবতীর নির্দল সাংসদ নভনীত কউর রানা এবং তাঁর স্বামী বিধায়ক রবি রানা ৷ তারপরই শিবসেনার তরফে মুম্বই পুলিশে অভিযোগ দায়ের করা হয় ৷ সেই পরিপ্রেক্ষিতে এদিন বিকেলে রানা দম্পতিকে গ্রেফতার করে মুম্বই পুলিশ (MP Navneet Rana and MLa Ravi Rana arrested by Mumbai police) ৷ এই গ্রেফতারির খবর আসতেই শিবসেনা সমর্থকদের মধ্যে উচ্ছাস শুরু হয়ে যায় ৷

শনিবার রানা দম্পতিকে তাঁদের বাড়ি থেকেই গ্রেফতার করে খার থানার পুলিশ । গ্রেফতারির আগে তাঁদের আটক করা হয় । তবে রানা দম্পতি উদ্ধব ঠাকরের বাড়ির সামনে হনুমান চালিশা পাঠের হুঁশিয়ারি দিলেও এদিন তাঁরা সেই পরিকল্পনা থেকে পিছিয়ে আসেন । কিন্তু তার পরেও এদিন তাঁদের গ্রেফতার করে মুম্বই পুলিশ । ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 153 এ এবং 135 ধারায় মামলা রুজু করেছে পুলিশ ৷ মুম্বই পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে সাংসদ ও বিধায়ক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে ৷ রবিবার তাঁদের আদালতে তোলা হবে ৷

আরও পড়ুন : সাম্প্রদায়িক উস্কানিমূলক বিতর্ক চলবে না, টিভি চ্যানেলগুলিকে নির্দেশ কেন্দ্রের

এদিকে ধৃত নভনীত রানা মহারাষ্ট্র প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ এবং নারায়ণ রানে-কে এই গ্রেফতারির বিরুদ্ধে আওয়াজ তোলার অনুরোধ জানিয়েছেন ৷ অমরাবতীর সাংসদ বলেন, "আমি জনপ্রতিনিধি ৷ আমার স্বামীও জনপ্রতিনিধি ৷ অথচ পুলিশ জোর জবরদস্তি বাড়িতে ঢুকে থানায় নিয়ে এসেছে ৷ আমাদের সঙ্গে চরম খারাপ ব্যবহার করা হয়েছে ৷" তাঁর প্রশ্ন, "মহারাষ্ট্রে আদৌ কোনও আইনশৃঙ্খলা আছে ?" থানার ভেতর পুলিশের সঙ্গে বচসা করতে দেখা যায় দু'জনকে ৷

শনিবার উদ্ধব ঠাকরের বাড়ির সামনে হনুমান চালিশা পড়ার হুঁশিয়ারি দিয়েছিলেন রানা দম্পতি ৷ এর প্রতিবাদ জানিয়ে শনিবার সকাল থেকে তাঁদের খার এলাকার বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখায় শিবসেনা কর্মীরা৷ পুলিশের তৈরি ব্যারিকেড ভেঙে বাড়িতে ঢোকার চেষ্টা করেন কর্মী-সমর্থকরা ৷ শিবসেনার যুব নেতা বরুণ সরদেশাই জানান, ক্ষমা না চাওয়া পর্যন্ত রানা দম্পতিকে বাড়ি থেকে না বেরতে দেওয়া হবে না ।

ধর্মীয় স্থানে লাউডস্পিকার বাজানোর প্রতিবাদ করেছিলেন উদ্ধব ঠাকরের তুতো ভাই রাজ ঠাকরে ৷ মসজিদে লাউডস্পিকার বাজানো বন্ধ না হলে পাল্টা হনুমান চালিসা পাঠ করার হুঁশিয়ারি দিয়েছিলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান ৷ রাজের সেই হুঁশিয়ারিতে সমর্থন জানান রাজনীতিক দম্পতি নভনীত কউর রানা এবং রবি রানা ৷

ABOUT THE AUTHOR

...view details