আগর মালওয়া (মধ্যপ্রদেশ) : 130 কিলোমিটার সাইকেল চালিয়ে স্ত্রীর শেষকৃত্যে হাজির হলেন রবিপ্রসাদ মালি ৷ পৌঁছতে সময় লাগল 13 ঘণ্টা ৷ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের এক গ্রামে ৷
জানা গিয়েছে, রবিপ্রসাদের স্ত্রী বাবলি মানসিক ভারসাম্যহীন ছিলেন ৷ গ্রামে তিনি তাঁর ভাইয়ের কাছে থাকতেন ৷ তাঁর নানা শারীরিক সমস্যা ছিল ৷ গত 8 মে তিনি মারা যান ৷ কোভিডের কারণে তাঁর বাপের বাড়ির গ্রামেই শ্রাদ্ধশান্তি মিটিয়ে নেওয়া হবে বলে সিদ্ধান্ত নেয় ৷ আগর মালওয়ায় সেই খবর পান রবিপ্রসাদ ৷ স্ত্রীর শেষকৃত্যে সেখানে হাজির হতে বেরোন তিনি ৷ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার পরও কিছু না পেয়ে সাইকেলেই যাওয়ার সিদ্ধান্ত নেন বছর আটান্নর রবিপ্রসাদ ৷ তাঁর গ্রাম থেকে 130 কিলোমিটার দূরে স্ত্রীর বাপের বাড়ির গ্রামে সাইকেলে করে যেতে তাঁর সময় লাগে 13 ঘণ্টা ৷