নয়াদিল্লি, 3 সেপ্টেম্বর: 'এক দেশ, এক ভোট' নিয়ে ফের একবার কেন্দ্রকে নিশানা করল কংগ্রেস ৷ ইতিমধ্য়েই এই বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে আট সদস্যের কমিটি গঠন করেছে কেন্দ্র ৷ সেই কমিটি থেকে অবশ্য সরে দাঁড়িয়েছে লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী ৷ আর সেই বিষয়ে রবিবার কংগ্রেস সাংসদ কে সি বেনুগোপাল জানান, যেভাবে রাজ্যসভার বিরোধী দলনেতাকে পাশ কাটিয়ে এই কমিটি গঠন করেছে সরকার, তা গণতন্ত্রের কণ্ঠরোধ করার সমান ৷
'এক দেশ, এক ভোট' নিয়ে যাবতীয় বিষয়গুলি খতিয়ে দেখতে আট সদস্যের কমিটি গঠন করে কেন্দ্র ৷ যে কমিটিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, গুলামনবি আজাদ, আইনজীবী হরিশ সালভের সঙ্গেই লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরীকেও রাখা হয়েছিল ৷ একই সঙ্গে, আমন্ত্রিত সদস্য হিসাবে কমিটির প্রতিটি বৈঠকে থাকবেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল ৷ শনিবার রাতেই গেজেট নোটিফিকেশন প্রকাশ করে এই কমিটি এবং রেজলিউশনের প্রাথমিক বিষয়গুলি সামনে আনে কেন্দ্রীয় সরকার ৷ এরপরই অবশ্য অধীর চৌধুরী পালটা চিঠি দিয়ে অমিত শাহকে জানান, তিনি এই কমিটিতে থাকতে অপারগ ৷ রাজ্যসভার বিরোধী দলনেতাকে কমিটিতে না রাখার বিষয়টিও চিঠিতে জানিয়েছিলেন অধীর চৌধুরী ৷