পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জানুন আড়াই লাখ টাকার মিয়াজাকি আমের কাহিনী - worlds costliest mango

কেজি প্রতি আড়াই লাখ টাকা দামের আমের ফলন মধ্যপ্রদেশে । গত বছর আন্তর্জাতিক বাজারে এই আমের দাম ছিল ২.৭০ লাখ টাকা । জাপানের মিয়াজাকি শহরে এই আমের ফলন হয় ।

জানুন আড়াই লাখ টাকার মিয়াজাকি আমের কাহিনী
জানুন আড়াই লাখ টাকার মিয়াজাকি আমের কাহিনী

By

Published : Jun 18, 2021, 11:12 AM IST

মধ্যপ্রদেশ, ১৮ জুন: খোঁজ মিলল আড়াই লাখ টাকার আমের । হ্যাঁ একদম ঠিকই শুনছেন । গত বছর আন্তর্জাতিক বাজারে কেজি প্রতি এই আমের দাম ছিল 2.70 লাখ টাকা । জাপানের এই আমের নাম মিয়াজাকি, রঙ বেগুনি । এই আমটি অ্যান্টিঅক্সিডেন্ট, বিটা ক্যারোটিন এবং ফলিক অ্যাসিডে সমৃদ্ধ যা চোখের জন্য খুবই উপকারী ।

এই আমের ফলন হয়েছে ভারতেও । মধ্যপ্রদেশের এক দম্পতি রাণী এবং সংকল্প পারিহার কিছু বছর আগে এই গাছের দুটি চারা রোপণ করেন । সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে দম্পতি জানান তাঁদের ধারনা ছিল এই আমের রঙ বেগুনি হতে পারে । আমের সত্যতা জানার পর গ্রামের বাসিন্দাদের চারাগাছের উপর নজর পড়ে এবং চুরি করতেও আসেন । তাই দুটি গাছ এবং 7 টি আম সুরক্ষার জন্য রেখেছেন 4 জন গার্ড এবং 6 টি কুকুর । সংকল্প পারিহার জানান চেন্নাই যাওয়ার পথে ট্রেনে এক ব্যক্তি তাঁকে এই গাছের চারা দেন এবং বলেন শিশুর মতো এই গাছের পরিচর্যা করতে । এই আম কোন প্রজাতি বা কি নাম কিছুই জানা ছিলনা সংকল্পের । তাই তাঁর মায়ের নামে এই আমের নামকরণ করেন দামিনী ।

সংকল্পের স্ত্রী রাণী জানান মুম্বইয়ের বেশ কিছু ব্যক্তি এই আম কেনার জন্য ইচ্ছে প্রকাশ করেন । তাঁরা জানান 21 হাজার টাকা দাম দেবেন একটি আমের । উল্লেখ্য জাপানের মিয়াজাকি শহরে এই আমের ফলন হয় । এক একটি আম 350 গ্রামের হয় । সাধারণত অগাস্ট এবং এপ্রিল মাসে এই আমের ফলন হয় ।

ABOUT THE AUTHOR

...view details