পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Uttarakhand Bus Accident : বায়ুসেনার বিমানে পুণ্যার্থীদের দেহ পৌঁছবে মধ্যপ্রদেশে, জানালেন শিবরাজ সিং চৌহান

উত্তরকাশীর দামতায় তীর্থযাত্রীদের বাস খাদে পড়ে যাওয়ায় ঘটনায় এখনও পর্যন্ত 26 জনের মৃত্যু হয়েছে (Uttarakhand Bus Accident) । এখন মৃতদেহগুলিকে দেরাদুন থেকে মধ্যপ্রদেশে নিয়ে যাওয়া হবে । তার জন্য বায়ুসেনার বিমান ব্যবহার করা হবে বলে জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান ৷

Uttarakhand Bus Accident News
উত্তরাখণ্ডে বাস দুর্ঘটনা

By

Published : Jun 6, 2022, 4:56 PM IST

দেরাদুন, 6 মে : উত্তরকাশীতে বাস দুর্ঘটনায় 26 তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে (Uttarakhand Bus Accident) । আহত চারজনের চিকিৎসা চলছে । নওগাঁ ও বারকোটে মৃতদেহগুলির ময়নাতদন্ত শেষে দেরাদুনে পাঠানো হয়েছে । মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, মৃতদেহগুলি বায়ুসেনার বিমানে করে রাজ্যে নিয়ে যাওয়া হবে ৷ একইসঙ্গে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দুর্ঘটনায় নিহতদের পরিবারকে 1 লক্ষ টাকা করে অর্থ সাহায্য ঘোষণা করেছেন । আহতরা পাবেন 50 হাজার টাকা করে । পাশাপাশি এই দুর্ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, দুর্ঘটনায় আহতদের চিকিৎসা চলছে । ময়নাতদন্ত করে মৃতদেহগুলি দেরাদুনে পাঠানো হয়েছে ৷ বিমানবাহিনীর সাহায্য চাওয়া হয়েছে । বায়ুসেনার বিমান মৃতদেহগুলি নিয়ে খাজুরাহো পৌঁছবে ৷ যেখান থেকে যানবাহনে করে দেহগুলি নিয়ে যাওয়া হবে বিভিন্ন গ্রামে । প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিমানবাহিনীকে বিমান দেওয়ার কথা জানিয়েছেন ।

শিবরাজ সিং চৌহান তাঁর বিবৃতিতে জানিয়েছেন, বাসের স্টিয়ারিং ঠিক মতো কাজ না করায় দুর্ঘটনাটি ঘটেছে । পাহাড়ে ধাক্কা মেরে বাস থামানোর চেষ্টা করেন চালক । কিন্তু পাহাড়ে ধাক্কা লেগে বাসটি খাদে পড়ে যায় । মৃতদের পরিবারকে 5 লক্ষ টাকা করে এবং গুরুতর আহতদের 50 হাজার টাকা করে সাহায্য প্রদানের কথা বলা হয়েছে ৷ আহতদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থাও করা হবে ।

গতকাল সন্ধ্যায় মধ্যপ্রদেশ থেকে যাত্রী নিয়ে একটি বাস হরিদ্বার থেকে যাত্রী নিয়ে যমুনোত্রী যাচ্ছিল । পথে যমুনোত্রী হাইওয়ের দামতার কাছে 200 মিটার গভীর খাদে পড়ে যায় বাসটি । বাসে প্রায় 30 জন যাত্রী ছিলেন । খাদে পড়ে বাসটি দু’খণ্ড হয়ে যায় । বাসে উত্তরাখণ্ডেরও দুই বাসিন্দা ছিলেন ৷ তাঁরা বাসের চালক ও কন্ডাক্টর ৷

আরও পড়ুন : Tourist Death : উত্তরকাশীতে বেড়াতে গিয়ে মৃত্যু, নৈহাটির বাড়িতে পৌঁছল রেল কর্মী প্রদীপ দাসের দেহ

ABOUT THE AUTHOR

...view details