দেরাদুন, 6 মে : উত্তরকাশীতে বাস দুর্ঘটনায় 26 তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে (Uttarakhand Bus Accident) । আহত চারজনের চিকিৎসা চলছে । নওগাঁ ও বারকোটে মৃতদেহগুলির ময়নাতদন্ত শেষে দেরাদুনে পাঠানো হয়েছে । মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, মৃতদেহগুলি বায়ুসেনার বিমানে করে রাজ্যে নিয়ে যাওয়া হবে ৷ একইসঙ্গে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দুর্ঘটনায় নিহতদের পরিবারকে 1 লক্ষ টাকা করে অর্থ সাহায্য ঘোষণা করেছেন । আহতরা পাবেন 50 হাজার টাকা করে । পাশাপাশি এই দুর্ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, দুর্ঘটনায় আহতদের চিকিৎসা চলছে । ময়নাতদন্ত করে মৃতদেহগুলি দেরাদুনে পাঠানো হয়েছে ৷ বিমানবাহিনীর সাহায্য চাওয়া হয়েছে । বায়ুসেনার বিমান মৃতদেহগুলি নিয়ে খাজুরাহো পৌঁছবে ৷ যেখান থেকে যানবাহনে করে দেহগুলি নিয়ে যাওয়া হবে বিভিন্ন গ্রামে । প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিমানবাহিনীকে বিমান দেওয়ার কথা জানিয়েছেন ।