পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Film on Brave Kashmiri Girl: কুঠারের কোপে জঙ্গি নিকেশ করা কাশ্মীরি কন্যাকে নিয়ে ফিল্ম হচ্ছে বলিউডে - শ্রদ্ধা কাপুর

কুঠারের কোপে জঙ্গিকে নিকেশ করা কাশ্মীরি কন্যা রুখসানা কউসারকে নিয়ে ফিল্ম তৈরি হচ্ছে বলিউডে (Film on Brave Kashmiri Girl)৷ রুখসানার ভূমিকায় অভিনয় করবেন শ্রদ্ধা কাপুর ৷

movie-on-brave-girl-rukhsana-kausar-who-killed-a-terrorist-with-an-axe-in-jammu-and-kashmir
কুঠারের কোপে জঙ্গিকে নিকেশ করা কাশ্মীরি কন্যাকে নিয়ে ফিল্ম বানাচ্ছে বলিউড

By

Published : Dec 9, 2022, 6:19 PM IST

শ্রীনগর, 9 ডিসেম্বর:13 বছর কেটে গিয়েছে ৷ তবু জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) রুখসানা কউসারের বীর-গাথা এখনও ঘোরে সবার মুখে মুখে ৷ একা হাতে তিনজন জঙ্গির উপর হামলে পড়েছিল সে (Film on Brave Kashmiri Girl)৷ কুঠারের এক কোপে সে নিকেশ করে এক জঙ্গিকে ৷ শুধু তাই নয় ৷ অপর জঙ্গির রাইফেল ছিনিয়ে নিয়ে তাকেই গুলি করে জখম করে রুখসানা (Rukhsana Kausar)৷ সাহসী এই কন্যাকে নিয়েই চলচ্চিত্র নির্মাণ করতে চলেছে বলিউড ।

রুখসানার চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর । চলতি মাসের শেষের দিকে ছবিটির কথা ঘোষণা করা হবে । চলচ্চিত্র নির্মাতা অশোক চৌহান ও রুখসানার সঙ্গে ইতিমধ্যেই দেখা করেছেন পরিচালক আসিফ আলি । 20 ডিসেম্বর মুম্বই যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন ভূস্বর্গের এই কন্যা । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তাঁর বিবৃতিতে রুখসানার সাহসিকতার কথা উল্লেখ করেছেন ।

2009 সালের 27 সেপ্টেম্বরের রাত ৷ রুখসানা জানান, "তিনি তাঁর বাবা-মা এবং ভাইয়ের সঙ্গে বাড়িতে ছিলেন । শাহদরা শরিফ এলাকার কলসীতে আমার বাড়ি ৷ তার পাশেই রয়েছে ঘন জঙ্গল । রাত তখন প্রায় সাড়ে নটা । তিন সন্ত্রাসবাসী দরজায় ধাক্কা দেয় । আমার বাবা নূর হোসেন দরজা না খুললে জঙ্গিরা জানলা দিয়ে ঘরে ঢুকতে থাকে । মা আমাকে আর আমার ভাইকে খাটের নিচে লুকিয়ে রাখেন ।"

রুখসানা বলেন, কী করবেন বুঝতে পারছিলেন না । পরিবারকে সেই আতঙ্কের মধ্যে দেখে মনে সাহস জোগান রুখসানা । কাছেই একটা কুঠার পড়েছিল । আমি দৌড়ে গিয়ে কুঠার তুলে এক জঙ্গির মাথায় আঘাত করি । সেখানেই পড়ে যায় সে । দ্বিতীয় জঙ্গি গুলি চালায় । আমি নিহত জঙ্গি কমান্ডার আবু উসামার একে-47 রাইফেল তুলে নিয়ে গুলি চালাই । এতে আহত হয় আরও এক জঙ্গি । তা দেখে অন্য জঙ্গিরা পালিয়ে যায় ।" এরপর রুখসানা পরিবার-সহ থানায় গিয়ে পুরো ঘটনা জানান ।

আরও পড়ুন:প্রথম বিবাহবার্ষিকীতে একে অপরকে শুভেচ্ছা ভি-ক্যাটের

কাশ্মীরি কন্যা রুখসানা কউসার এই ঘটনার পর রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন ৷ 2009 সালের সেপ্টেম্বরে লস্কর জঙ্গিকে হত্যা করার পরে তাঁর সাহসিকতার গল্প ছড়িয়ে যায় কাশ্মীরের আনাচে-কানাচে । এরপরও একদল জঙ্গি রুখসানার বাড়িতে ঢুকেছিল ৷ কিন্তু সে বারও অসীম সাহসিকতার পরিচয় দেন তিনি ৷ তিনি জঙ্গিদের মধ্যে একজনের একে-47 ছিনিয়ে নিয়ে তাকে গুলি করে হত্যা করেন । আরও একজন জঙ্গিকে আহত করেন এই কাশ্মীরি কন্য়া ৷

ABOUT THE AUTHOR

...view details