নাগপুর, 18 সেপ্টেম্বর: পরিবর্তনের হাওয়া এবার সঙ্ঘের সদর দফতরেও ৷ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের অনুষ্ঠানে এই প্রথম প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে কোনও মহিলাকে ৷ 5 অক্টোবর সঙ্ঘ পরিবারের সদর দফতর নাগপুরে হওয়া বিজয়া দশমীর উৎসবে মুখ্য অতিথি হিসাবে উপস্থতি থাকছেন দু’বার এভারেস্টজয়ী মহিলা পর্বতারোহী সন্তোষ যাদব (Mountaineer Santosh Yadav) । আরএসএস-এর দীর্ঘ ইতিহাসে এই প্রথম কোনও মহিলা বিজয়া দশমীর অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন (First Woman Chief Guest at RSS Dussehra Event) ।
- সন্তোষ যাদব কে ?
সন্তোষ যাদব বিশ্বের ইতিহাসে প্রথম মহিলা যিনি দু'বার এভারেস্টের চূড়ায় পা রাখার কৃতিত্ব অর্জন করেছেন । 1993 সালে প্রথমবার এভারেস্ট জয় করেন তিনি । সে সময় তিনিই ছিলেন এভারেস্ট জয়ী সর্বকনিষ্ঠ মহিলা । এরপর 1994 সালে তিনি আবার এভারেস্টে চড়েন । শারীরিক সক্ষমতা ও ফিটনেসের জোরেই তাঁর এই সাফল্য । ভারত সরকার 2000 সালে তাঁকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করে ।
- সঙ্ঘের কি এবার পরিবর্তনের হাওয়া ?
ওয়াকিবহাল মহলের ধারণা, মূলত পুরুষরা প্রাধান্য পেলেও নারী ক্ষমতায়নেও বরাবরই সচেষ্ট সঙ্ঘ ৷ 1936 সালে লক্ষ্মীবাই কেলকারের নেতৃত্বে সঙ্ঘের ছায়ায় গড়ে উঠেছিল রাষ্ট্র সেবিকা সমিতি ৷ তৎকালীন সমাজে এক অল্পবয়সি বিধবা তরুণীকে মহিলা শাখা গড়ার দায়িত্ব দিয়ে অনেকের রোষের মুখের পড়তে হয়েছিল সঙ্ঘকে ৷ তবে কার্যক্ষেত্রে মাতৃত্ব, কর্তৃত্ব এবং নেতৃত্বের আদর্শে গড়ে ওঠা এই শাখা ধর্মীয় অচলায়তন ভাঙার কোনও চেষ্টা করেনি বলেও অনেকের অভিযোগ ৷