হায়দরাবাদ, 2 ডিসেম্বর: যে কোনও পর্বতারোহীরই (Mountaineer) স্বপ্ন হল জীবনে অন্তত একবার পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট (Mount Everest) জয় করা ৷ দারিদ্র্যকে হেলায় হারিয়ে সেই স্বপ্নই বাস্তব করে দেখিয়েছেন নয়না সিং (Naina Singh) ৷ শুধুমাত্র বিশ্বের সর্বোচ্চ পর্বত শিখর জয়ই নয়, নয়নার ঝুলিতে রয়েছে আরও অনেক সাফল্য ৷ তাঁর এই কৃতিত্বকে কুর্নিশ জানাতেই এবছর 'তেনজিং নোরগে জাতীয় অভিযান পুরস্কার' (Tenzing Norgay National Adventure Award) দেওয়া হয় তাঁকে ৷
নয়নার ছোটবেলা কেটেছে চরম দারিদ্র্যে ৷ পরিবারে রোজগারের একমাত্র উৎস বলতে ছিল, তাঁর মায়ের পেনশন ৷ কিন্তু নয়নার স্বপ্ন ছিল আকাশছোঁয়া ৷ আর সেই স্বপ্নই তাঁকে ক্রমশ এগিয়ে নিয়ে গিয়েছে ৷ নয়নার কথায়, "ছত্তিশগড়ের বাস্তার জেলার প্রত্যন্ত একতাগুড়া গ্রামে আমাদের বাড়ি ৷ আমার যখন 5 বছর বয়স, তখন বাবা মারা যান ৷ আমার দুই ভাইও রয়েছে ৷ আমার মা একা আমাদের তিন ভাইবোনকে মানুষ করেছেন ৷ মা খুব সামান্য টাকা পেনশন পেতেন ৷ তাতে কোনওরকমে আমাদের সংসার চলত ৷"
আরও পড়ুন:মহিলাদের সম্বন্ধে আপত্তিজনক মন্তব্য ! আজম খানের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
অভাব তাঁর সাফল্যের পথে অনেক বাধা তৈরি করেছিল ৷ তবু হাল ছাড়েননি নয়না ৷ তিনি বলেন, "বাড়িতে হাঁড়ির হাল ছিল ৷ কিন্তু, আমি সবসময় পর্বত জয়ের স্বপ্ন দেখতাম ৷ আমাদের স্কুলে পর্বতারোহণের একটি প্রশিক্ষণ শিবির হয়েছিল ৷ সেখানেই প্রথম পাহাড়ে চড়ার পাঠ নিই ৷ এরপর আমি ভুটানের স্নো ম্যান ট্র্য়াকে যাওয়ার সুযোগ পেয়েছিলাম ৷ সেই সময় আমাদের সঙ্গে ছিলেন বিশ্বের প্রথম মহিলা এভারেস্ট জয়ী বাচেন্দ্রী পাল ৷ সেই অভিযানেই আমাদের এখানকার জেলাশাসকের নজরে পড়ে যাই আমি ৷ এরপর থেকে নানাভাবে তিনি আমাকে পর্বতারোহণে উৎসাহ দিয়েছেন ৷"
গত বছরের জুন মাসে এভারেস্ট জয় করেন নয়না ৷ তবে অর্থ বাধা না হলে দু'বছর আগেই এই অভিযান করতে পারতেন তিনি ৷ কিন্তু, সাফল্যের স্বাদ সবসময় মিঠে হয় না ৷ আর তা যদি হয় বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গের চূড়ায় চড়া, তাহলে তো কথাই নেই ৷ এভারেস্ট জয়ের পর মারাত্মক অসুস্থ হয়ে পড়েন নয়না ৷ প্রাণ বাঁচেন কোনও মতে ৷ নয়নার কথায়, "আমি ভীষণ ক্লান্ত ছিলাম ৷ এক পা-ও হাঁটার মতো অবস্থায় ছিলাম না ৷ হঠাৎ কী হল জানি না, আমি সেখানেই পড়ে গেলাম ৷ পরবর্তীতে প্রশাসনের সহযোগিতায় আমাকে উদ্ধার করা হয় ৷ শেরপাদের সাহায্য়ে আমি ক্যাম্পে ফিরতে পারি ৷ মা খুব চিন্তায় ছিলেন ৷ কিন্তু মুখ্যমন্ত্রী যখন আমাকে বললেন, 'তুমি বাস্তারের সোনার সন্তান, ছত্তিশগড়ের গর্ব', আমার খুব আনন্দ হয়েছিল ৷"
32 বছরের এই অভিযাত্রীকে ইতিমধ্য়েই তেনজিং নোরগে জাতীয় অভিযান পুরস্কার প্রদান করা হয়েছে ৷ সেইসঙ্গে, দেওয়া হয়েছে 15 লক্ষ টাকার পুরস্কারমূল্য ৷ যা কিছুটা হলেও স্বস্তি দেবে তাঁর পরিবারকে ৷