নয়াদিল্লি, 27 জানুয়ারি: দিল্লিতে ফিরল কাঞ্ঝাওয়ালার ঘটনার স্মৃতি ৷ এবারের ঘটনাটি ঘটেছে রাজধানীর কেশবপুরম এলাকায় ৷ অভিযোগ, শুক্রবার একটি স্কুটারে ধাক্কা মারে একটি গাড়ি ৷ এর ফলে স্কুটার চালক ছিটকে পড়েন ওই চার চাকার গাড়ির উপরে ৷ গুরুতর আহত হন ওই স্কুটার চালক ৷ অভিযোগ, সেই অবস্থাতেই ওই ব্যক্তিকে প্রায় 350 টেনে নিয়ে যায় গাড়িটি ৷ পরে মৃত্যু হয় ওই স্কুটার চালকের (Delhi scooter rider died) ৷
এই ঘটনায় জড়িত অভিযোগে ইতিমধ্যেই 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ এই দুর্ঘটনার সময় ওই স্কুটারে 2 জন সওয়ার ছিলেন ৷ একজনের মৃত্যু হলেও, অপরজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ৷ এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে বর্ষবরণের রাতে দিল্লির কাঞ্ঝাওয়ালার ঘটনা ৷ সেদিন ওই পথ দুর্ঘটনায় মৃত্যু হয় অঞ্জলি সিং নামে 20 বছরের এক তরুণীর ৷ ঘটনার বিভৎসতা নাড়িয়ে দেয় অনেককে (Delhi hit and drive case) ৷