অযোধ্যা, 13 জানুয়ারি:অযোধ্যায় ভগবান রামের মন্দির উদ্বোধন ও প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে আর মাত্র সপ্তাহখানেক বাকি । 14 জানুয়ারি থেকে অযোধ্যায় শুরু হয়ে যাবে বিভিন্ন অনুষ্ঠান । 22 তারিখ মূল অনুষ্ঠান ৷ সারাদেশ থেকে কয়েক হাজার বিশেষ অতিথিকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে । তাঁদেরকে স্বাগত জানাতে করা হয়েছে চমৎকার আয়োজন । পাশাপাশি অযোধ্যা থেকে ফিরে যাওয়ার সময়ও অতিথিদের দেওয়া হবে উপহার ৷ শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট এই অতিথিদের উপহার দেবে ।
অতিথিদের উপহারে থাকছে এই জিনিসগুলি
ট্রাস্টের পরিকল্পনা অনুযায়ী, ভগবান রামের মন্দির থেকে খনন করা মাটি রামরাজের আকারে এবং দেশি ঘি দিয়ে তৈরি মতিচুরের লাড্ডু উপহার হিসাবে দেওয়া হবে অতিথিদের । সঙ্গে থাকবে রাম মন্দিরের ছবি ৷ তবে শুধু বিশেষ অতিথি নয়, অনুষ্ঠানে আসা সকল ভক্ত পাবে এই উপহার ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের হাতে রামলালাকে গর্ভগৃহে স্থাপন করবেন ৷ মোদির হাতেও একটি পাটের ব্যাগে ভরে রাম মন্দিরের ছবি তুলে দেওয়া হবে । ওই ব্যাগে প্রসাদ হিসেবে দেশি ঘি দিয়ে তৈরি বিশেষ মতিচুরের লাড্ডুও থাকবে ।
প্রাণ প্রতিষ্ঠার পর দেওয়া হবে উপহার
প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে সারাদেশ থেকে 11 হাজারেরও বেশি অতিথিকে ট্রাস্ট আমন্ত্রণ জানিয়েছে । এই সব মানুষকে স্মরণীয় উপহার দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে । ট্রাস্টের তরফে বলা হয়েছে, রামরাজ এমন একটি উপহার হবে যা অতিথিরা সবসময় মনে রাখবে । যে কোন ঘরে এই রামরাজ থাকা সৌভাগ্যের ব্যাপার । তারা এই পবিত্র উপহার তাদের বাড়ির বাগানে বা হাঁড়িতে রাখতে পারবেন । এও জানা গিয়েছে, আমন্ত্রিত ব্যক্তিরা কোনও কারণে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে আসতে না পারলে পরে তাঁরা যখনই এখানে আসবেন তাঁদের এই উপহার দেওয়া হবে ।
রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানকে ঘিরে সাজসাজ রব
আগামী অনুষ্ঠানগুলির জন্য সেজে উঠেছে রামনগরী অযোধ্যা । আকাশা বাতাসে খুশির আমেজ ৷ অনুষ্ঠানের মূল স্থান রাম জন্মভূমি কমপ্লেক্স হলেও অযোধ্যার প্রতিটি রাস্তায় দেখা যাচ্ছে অপূর্ব দৃশ্য । শনিবার বিকেলে অযোধ্যার পথে ঢোলের তালে নাচতে দেখা গেল রামভক্তদের ৷ রামলালার আগমনের জন্য ভীষণভাবে উদগ্রীব সকলে । গুজরাত থেকে 500 ভক্তের একটি দল ভগবান শ্রী রামের অস্ত্র ধনুক এবং তির নিয়ে অযোধ্যায় পৌঁছেছেন ৷ ধনুক এবং তিরটি রামলালার মূর্তির কাছে উৎসর্গ করেছেন তাঁরা । গুজরাতের আনন্দ থেকে আসা এই রামভক্তদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো । ভক্তরা ঢোলের তালে নাচতে নাচতে রাম মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছিলেন শনিবার ।
ওই দলে থাকা রামভক্ত জিতেশ কুমার বলেন, "আজকে আমাদের আনন্দের সীমা নেই । মুছে গেল 500 বছরের কলঙ্ক । আমাদের আরাধ্য ভগবান শ্রীরাম তাঁর বাড়ি পেয়েছেন । এই আনন্দে নেচে উঠেছে গোটা বিশ্ব । সবাই অযোধ্যায় পৌঁছে ভগবান রামকে দেখতে চায় । এই আকাঙ্খা নিয়ে আমরা সবাই একটি দল তৈরি করে অযোধ্যায় পৌঁছেছি । আমরা ভগবান শ্রীরামকে তাঁর প্রিয় ধনুক ও তির উপহার দিচ্ছি ৷ মন্দির উদ্বোধনের পর গুজরাত থেকে আরও রাম ভক্তরা ঈশ্বরের সেবায় উৎসর্গ করার জন্য অনেক উপহার নিয়ে অযোধ্যায় পৌঁছবে । আমরা সবাই ভগবান রামের মন্দির নির্মাণে আনন্দিত ।"
আরও পড়ুন:
- রাম মন্দির উদ্বোধনকে ঘিরে কড়া নজরদারি, 10 হাজার সিসিটিভিতে মুড়ল অযোধ্যা
- উপার্জনের অর্ধেক দান রাম মন্দির নির্মাণে, প্রাণ প্রতিষ্ঠার আমন্ত্রণ এল আবর্জনা কুড়ানির কাছেও
- মা সীতার হাতে ঐতিহ্যের লাহঠি চুড়ি পরাতে উৎসুক ভক্তরা, হিমসিম অবস্থা মুজফ্ফরপুরে