পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mother Sold Daughter: স্বামীর মৃত্যুর পর মেয়েকে বিক্রি করে প্রেমিককে বিয়ে! মায়ের খোঁজে পুলিশ

মারা গিয়েছেন স্বামী ৷ তারপর অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন স্ত্রী ৷ কিন্তু তাঁর প্রেমিক সন্তানদের মানতে চায়নি ৷ তাই নিজের মেয়েকেই বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলেন খোদ মা ৷ তারপর...

Etv Bharat
প্রতীকী ছবি

By ETV Bharat Bangla Team

Published : Aug 28, 2023, 7:46 PM IST

মুজফফরপুর, 28 অগস্ট: বাবার মৃত্যুর পর নিজের মেয়েকে বিক্রি করে প্রেমিককে বিয়ে করলেন মা ৷ ঘটনা ঝাড়খণ্ডের ৷ ওই মহিলা বিহারের মুজফফরপুরে আড়াই লাখ টাকায় মেয়েকে বিক্রি করে দেন ৷ মেয়েকে বিক্রি করলেও ছেলেকে মুজফফরপুরের একটি হস্টেলে রেখেছিলেন মা ৷ বিক্রির বিষয়টি জানাজানি হতেই পুলিশ মেয়েটিকে উদ্ধার করে ক্রেতা ও মধ্যস্থতাকারীকে গ্রেফতার করে ৷

জানা গিয়েছে, রাঁচিতে বসবাসকারী এক দম্পতি তাদের দুই সন্তানকে নিয়ে কাজের সূত্রে মুজফফরপুরে গিয়েছিলেন ৷ সেখানে নগরীর গোবরশাহী এলাকায় বাড়ি তৈরি করে বসবাস ও কাজ শুরু করেন তাঁরা ৷ সবকিছু ঠিকঠাক চলছিল ৷ কিন্তু হঠাৎ এর মাঝে তাঁর স্বামী মারা যান ৷ এরপর মহিলার কাঁধেই সংসার ও সন্তানদের ভার এসে পড়ে ৷ এর মধ্যেই অন্য এক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি ৷ তাঁরা দুজনেই বিয়ে করতে রাজি হয়ে যান ৷ কিন্তু মহিলার দুই সন্তানকে নিতে চাননি তাঁর প্রেমিক ৷ তাই নিজের সুখের জন্য কন্যা সন্তানকে বিক্রি করার সিদ্ধান্ত নেন মা ৷ যদিও, ছেলেকে বিক্রি না করে হস্টেলে দিয়ে আসেন ।

মহিলা তাঁর নাবালিকা মেয়েকে পাড়ায় বসবাসকারী দম্পতির সহায়তায় এক 35 বছর বয়সি ব্যবসায়ীকে আড়াই লাখ টাকায় বিক্রি করে দেন ৷ মেয়েকে বিক্রি করে ওই মহিলা তাঁর ছেলেকে একটি বেসরকারি স্কুলের হস্টেলে রেখে প্রেমিকের সঙ্গে দিল্লি চলে যান ৷ ছেলের হস্টেলের ফি না দেওয়ায় ও মহিলার কোনও হদিশ না মেলায় বিষয়টি প্রকাশ্যে আসে ৷ হস্টেল অপারেটর মহিলার পরিবারের অন্য সদস্যদের এ কথা জানায় । এরপর রাঁচিতে এফআইআর দায়ের করেন পরিবারের লোকজন ।

পুলিশের ডাকে রাঁচি থেকে মুজফফরপুরে পৌঁছে মেয়েটির খোঁজ শুরু করেন পরিবারের লোকজন । তদন্তের সময়, পুলিশ লেনদেনকারী দম্পতিকে ধরে ৷ ধৃতদের কাছ থেকে খবর পেয়ে মেয়েটিকে উদ্ধার করে । একইসঙ্গে নাবালিকার মা ও তার প্রেমিককে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ । মুজফফরপুরের এসএসপি রাকেশ কুমার জানিয়েছেন, গোটা বিষয়টি নিয়ে এখনও তদন্ত চলছে । তিনি বলেন,"মামলার তদন্ত চলছে ৷ নাবালিকাকে উদ্ধার করা হয়েছে ৷ আদালতে 164 জবানবন্দি রেকর্ড করা হবে ৷ তদন্তের পাশাপাশি এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে তৎপর রয়েছে পুলিশ ৷ দ্রুত পুরো বিষয়টি জানা যাবে ৷"

আরও পড়ুন : মাঝ আকাশে শিশুকন্যার জীবন বাঁচিয়ে দৃষ্টান্ত এইমস চিকিৎসকদের

ABOUT THE AUTHOR

...view details