পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিবাহ-বহির্ভূত সম্পর্কে ঝগড়া, প্রেমিকের গোপনাঙ্গ কেটে দিলেন মহিলা - cut the private parts

Women cuts Private Part of her Lover: চার সন্তানের মায়ের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক এক যুবকের ৷ বাদানুবাদের কারণে প্রেমিকের গোপনাঙ্গ কেটে দেন অভিযুক্ত মহিলা ৷ হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত যুবক ৷

Etv Bharat
প্রতীকী ছবি

By ETV Bharat Bangla Team

Published : Dec 16, 2023, 6:04 PM IST

Updated : Dec 16, 2023, 7:10 PM IST

কুশীনগর (উত্তরপ্রদেশ), 16 ডিসেম্বর: প্রেমের বড় মাশুল দিতে হল উত্তরপ্রদেশের কুশীনগরের এক যুবককে ৷ খাড্ডা পুলিশ স্টেশন এলাকার বাসিন্দা এক যুবক প্রেমে পাগল ছিলেন চার সন্তানের মায়ের প্রেমে ৷ সেই প্রেমে ঘটে ছন্দপতন ৷ বৃহস্পতিবার রাতে ওই মহিলার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন যুবক ৷ সে সময় দু'জনের মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় বলে অভিযোগ ৷ কথা কাটাকাটির মাঝেই মহিলা যুবকের গোপনাঙ্গ কেটে দেয় বলে অভিযোগ ৷ ওই যুবককে তুরকাহা হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ স্বাস্ব্যের অবনতি হতেই ওই যুবককে স্থানান্তরিত করা হয় মেডিক্যাল কলেজ হাসপাতালে ৷

খাড্ডা পুলিশ স্টেশনের এসএইচও নীরজ রাই বলেন, "আমরা ঘটনার কথা শুনেছি ৷ খোঁজ নিয়ে জানা গিয়েছে, প্রেমঘটিত বিষয় ৷ কিন্তু কোনওরকম লিখিত বা মৌখিক অভিযোগ দায়ের হয়নি ৷ অভিযোগ দায়ের হলে তদন্ত শুরু হবে ৷ উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ৷" পরিবার সূত্রে খবর, আহত যুবকের চিৎকার শুনে পরিবারের লোকজন জড়ো হয়ে যান ৷ যুবককে খাড্ডা এলাকার তুরকাহা সিএইচসিতে নিয়ে যাওয়া হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসকরা যুবককে জেলা হাসপাতালে রেফার করেন। সেখান থেকে তাঁকে আবার পাঠানো হয় মেডিক্যাল কলেজ হাসপাতালে ৷

জানা গিয়েছে, ওই যুবক এবং অভিযুক্ত মহিলা একই গ্রামে থাকতেন ৷ মহিলার স্বামী বিদেশে থাকেন ৷ সেখানেই জীবিকা নির্বাহের জন্য কাজ করেন তিনি ৷ ওই মহিলা চার সন্তানও রয়েছে ৷ সেখানেই গ্রামেরই যুবকের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে মহিলার ৷ প্রায় সময়ই ওই যুবক মহিলার বাড়িতে আসতেন বলে জানা গিয়েছে ৷ বৃহস্পতিবারও তিনি রাতে ওই মহিলার ডাকে দেখা করতে আসেন ৷ তবে সেই সময় বেশ কিছু বিষয় নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া হয় বলে অভিযোগ ৷ এরপরেই ওই মহিলা ছুড়ি দিয়ে যুবকের গোপনাঙ্গ কেটে দেয় বলে অভিযোগ ৷ এরপর কোনও রকমে প্রাণ বাঁচাতে ঘর ছেড়ে বেরিয়ে আসেন ওই যুবক ৷

Last Updated : Dec 16, 2023, 7:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details