পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mother Killed Baby: 5 মাসের শিশুকে খুন করে অপহরণের গল্প ফাঁদলেন মা - infant killed by mother

মহারাষ্ট্রের আহমেদনগর জেলায় 5 মাসের শিশুকে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে ৷ মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ (five months old baby killed in Maharashtra) ৷

ETV Bharat
প্রতীকী ছবি

By

Published : Feb 20, 2023, 8:16 PM IST

শিরডি (মহারাষ্ট্র), 20 ফেব্রুয়ারি:পাঁচ মাসের শিশুকে গলা টিপে খুন করার অভিযোগ উঠল খোদ মায়ের বিরুদ্ধে ! শুধু তাই নয় ৷ অভিযোগ, এই অপরাধের সাজা থেকে বাঁচতে শিশুটিকে অপহরণ করার গল্পও ফাঁদেন ওই মহিলা । তিনি জানান, দু'জন ব্যক্তি তার সন্তানকে চুরি করে কুয়োতে ফেলে দেয় ৷ বিচলিত করার মত এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের আহমেদনগর জেলার কপারগাঁও তালুকার করওয়াদি এলাকায় ৷ 19 ফেব্রুয়ারি উদ্ধার হয় শিশুটির দেহ (Mother killed baby in Maharashtra)৷

চাঞ্চল্যকর এই ঘটনায় শিশুটির বাবার দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে ওই মহিলার বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ ৷ ঘটনার তদন্তে নেমে কপারগাঁও তালুকার পুলিশ অভিযুক্ত ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে ৷ অভিযুক্ত মহিলার নাম গায়ত্রী মালি ৷ তাঁকে গ্রেফতার করেছে পুলিশ ৷ পুলিশ জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধির 302, 201 ধারায় ওই মহিলার বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে (baby killed in Maharashtra) ৷

আরও পড়ুন: ঘনিষ্ঠ অবস্থায় ধরা পড়ার পর গুলিতে যুগলের মৃত্যু, অনার কিলিং নাকি আত্মহত্যা ?

পুলিশসূত্রে জানা গিয়েছে, কপারগাঁও তালুকার শিভারা এলাকায় বাড়ি সূর্য মালি ও গায়ত্রী মালির ৷ স্বামী, স্ত্রী দুজনেই শ্রমিকের কাজ করেন ৷ সূর্যের সন্দেহ তাঁর স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে অন্য ব্যক্তির ৷ এই নিয়ে 2 জনের মধ্যে প্রায়ই অশান্তি হয় ৷ এই অশান্তির কারণেই গায়ত্রী তাঁর 5 মাসের সন্তানকে খুন করে বলে অভিযোগ ৷ খুনের পর সে শিবম নামের ওই শিশুটিকে কুয়োতে ফেলে দেয় ৷ এরপর নিজে বাঁচতে ওই মহিলা অপহরণের গল্প ফাঁদেন ৷ কিন্তু, তাঁর কথা শুনে ওই শিশুর খোঁজে বেরিয়েও কোনও অপহরণকারীর সন্ধান পাননি শিশুটির পরিবারের সদস্যরা ৷ তারপর খবর দেওয়া হয় পুলিশে ৷ তদন্তকারীদের দাবি, জেরায় এই মহিলা তাঁর দোষ স্বীকার করেছেন ৷

ABOUT THE AUTHOR

...view details