শিরডি (মহারাষ্ট্র), 20 ফেব্রুয়ারি:পাঁচ মাসের শিশুকে গলা টিপে খুন করার অভিযোগ উঠল খোদ মায়ের বিরুদ্ধে ! শুধু তাই নয় ৷ অভিযোগ, এই অপরাধের সাজা থেকে বাঁচতে শিশুটিকে অপহরণ করার গল্পও ফাঁদেন ওই মহিলা । তিনি জানান, দু'জন ব্যক্তি তার সন্তানকে চুরি করে কুয়োতে ফেলে দেয় ৷ বিচলিত করার মত এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের আহমেদনগর জেলার কপারগাঁও তালুকার করওয়াদি এলাকায় ৷ 19 ফেব্রুয়ারি উদ্ধার হয় শিশুটির দেহ (Mother killed baby in Maharashtra)৷
চাঞ্চল্যকর এই ঘটনায় শিশুটির বাবার দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে ওই মহিলার বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ ৷ ঘটনার তদন্তে নেমে কপারগাঁও তালুকার পুলিশ অভিযুক্ত ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে ৷ অভিযুক্ত মহিলার নাম গায়ত্রী মালি ৷ তাঁকে গ্রেফতার করেছে পুলিশ ৷ পুলিশ জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধির 302, 201 ধারায় ওই মহিলার বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে (baby killed in Maharashtra) ৷