পালামৌ (ঝাড়খণ্ড), 29 মার্চ:তিন সন্তানকে নিয়ে রেললাইনে আত্মঘাতী মা ৷ মর্মান্তিক ঘটনাটি ঝাড়খণ্ডের পালামৌর জেলার মেদিনীনগরের ৷ বুধবার এলাকার বিসফুটার সেতুর কাছে এক মহিলা তাঁর তিন সন্তানকে নিয়ে রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন (Mother Died by Suicide Along with Her Three Children) ৷ ঘটনার খবর পেয়ে পালামৌর টাউন থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) অভয় কুমার সিনহা ঘটনাস্থলে পৌঁছন। শাশুড়ির সঙ্গে ঝগড়া করে এদিন ওই মহিলা নিজের বাড়িতে যাচ্ছিলেন বলে খবর ৷ শাশুড়ির সঙ্গে বিবাদই আত্মহত্যার নেপথ্য কারণ কি না, জানতে শুরু হয়েছে তদন্ত ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম মণিতা দেবী। বাচ্চাদের বয়স তিন থেকে সাত বছরের মধ্যে ৷ জানা গিয়েছে, আত্মঘাতী মহিলার বিয়ে হয়েছিল হরিহরগঞ্জ থানা এলাকার রবি সিংয়ের সঙ্গে। যিনি ঘটনার সময় কর্মক্ষেত্রে ছিলেন বলেই জানা গিয়েছে ৷ বুধবার ঘটনাস্থল থেকে পুলিশ একটি মোবাইল ফোন উদ্ধার করেছে ৷ সেই উদ্ধার হওয়া মোবাইলের ভিত্তিতে মণিতা দেবী-সহ তাঁর তিন সন্তানের আত্মহত্যার সঠিক কারণ খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ ৷ ঘটনায় এখনও পর্যন্ত আত্মঘাতী মহিলার স্বামী কিংবা শ্বশুড়বাড়ির কারও প্রতিক্রিয়া পাওয়া সম্ভব হয়নি (Jharkhand News) ৷