পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mother Kills Sons: 8 বছরের ছেলেকে খালে ফেলে হত্যা, গ্রেফতার মা - ছেলেকে হত্যা করল মা

স্বামীর সঙ্গে টাকা নিয়ে রোজ অশান্তি ৷ টাকা না দিলে ছেলেকে খালে ফেলে দেওয়ার হুমকি দিত স্ত্রী (Mother Kills Sons)৷ সেই হুমকিই সত্যি হল ৷

Etv Bharat
ছেলেকে খালে ফেলে হত্যা মায়ের

By

Published : Dec 29, 2022, 10:40 PM IST

হোশিয়ারপুর (পঞ্জাব), 29 ডিসেম্বর: খালের প্রবল স্রোতে বছর আটের ছেলেকে ফেলে দিলেন মা ৷ বুধবার ঘটনাটি ঘটেছে পঞ্জাবের হোশিয়ারপুর জেলার উচি বাসি এলাকায় ৷ খবর পেয়ে মা রিনা কুমারীকে গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে দাসুহা থানার পুলিশ (Mother Arrested for Killing 8 years old Son)৷

এই বিষয়ে থানার প্রধান বিক্রমজিৎ সিং জানান, 2012 সালে রবি কুমারের সঙ্গে রিনা কুমারীর৷ তাঁদের আট বছরের ছেলে ও দশ বছরের একটি মেয়ে রয়েছে ৷ জীবিকার তাগিদে রবি মালদ্বীপে থাকেন ৷ টাকা নিয়ে প্রায়ই স্বামীর সঙ্গে ফোনে ঝগড়া করতেন রিনা ৷ টাকা না-দিলে বাচ্চাদের খালে ফেলে দেওয়ার হুমকি দিতেন ৷ 25 ডিসেম্বর রাতে টাকা নিয়ে ফোনে রিনার সঙ্গে তাঁর স্বামীর কথা কাটাকাটি হয় ৷

বুধবার রিনার দেওর রাজকুমার জানতে পারেন আট বছরের ছেলেকে নিয়ে তিনি উঁচু বাসি খালে নিয়ে গিয়েছেন ৷ তখনই বাবাকে সঙ্গে নিয়ে দু'জনের সন্ধানে বের হন ৷ খালের ব্রিজের কাছে পৌঁছলে পথচারীরা তাঁদের জানায়, লামিয়ান গ্রামের কাছে খালের পাড়ে এক বালক ও এক মহিলা বসে আছেন ৷ তাঁরা খালের পৌঁছনোর সঙ্গে সঙ্গেই ছেলেকে খালে ফেলে দিয়ে পালিয়ে যান রিনা ৷ অভিযোগ পেয়ে পুলিশের হাতে গ্রেফতার হন রিনা ৷ তবে তাঁর ছেলের খোঁজে এখনও তল্লাশি চলছে ৷ পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ৷

আরও পড়ুন :বিয়ের আগেই সন্তানের জন্ম, বিষ খাইয়ে মেয়েকে হত্যা করলেন বাবা

ABOUT THE AUTHOR

...view details