হোশিয়ারপুর (পঞ্জাব), 29 ডিসেম্বর: খালের প্রবল স্রোতে বছর আটের ছেলেকে ফেলে দিলেন মা ৷ বুধবার ঘটনাটি ঘটেছে পঞ্জাবের হোশিয়ারপুর জেলার উচি বাসি এলাকায় ৷ খবর পেয়ে মা রিনা কুমারীকে গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে দাসুহা থানার পুলিশ (Mother Arrested for Killing 8 years old Son)৷
এই বিষয়ে থানার প্রধান বিক্রমজিৎ সিং জানান, 2012 সালে রবি কুমারের সঙ্গে রিনা কুমারীর৷ তাঁদের আট বছরের ছেলে ও দশ বছরের একটি মেয়ে রয়েছে ৷ জীবিকার তাগিদে রবি মালদ্বীপে থাকেন ৷ টাকা নিয়ে প্রায়ই স্বামীর সঙ্গে ফোনে ঝগড়া করতেন রিনা ৷ টাকা না-দিলে বাচ্চাদের খালে ফেলে দেওয়ার হুমকি দিতেন ৷ 25 ডিসেম্বর রাতে টাকা নিয়ে ফোনে রিনার সঙ্গে তাঁর স্বামীর কথা কাটাকাটি হয় ৷