পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Expensive Divorce Case: বিবাহবিচ্ছেদ মামলার নিষ্পত্তি 1 কোটি 11 হাজার টাকায় - কন্যা ভ্রুণহত্যা

Most Expensive Divorce: স্বামীর বিরুদ্ধে কন্যা-ভ্রুণহত্যা-সহ গার্হস্থ্য হিংসার অভিযোগে বিবাহবিচ্ছেদের মামলা করেছিলেন এক মহিলা ৷ সেই মামলার নিষ্পত্তি হল 1 কোটি 11 হাজার টাকায় ৷ পানিপথের এই বিবাহবিচ্ছেদ মামলা জেলার সবচেয়ে ব্যয়বহুল বিবাহবিচ্ছেদ বলে জানা গিয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Oct 25, 2023, 7:08 PM IST

Updated : Oct 25, 2023, 7:35 PM IST

পানিপথ, 25 অক্টোবর: হরিয়ানার পানিপথ জেলায় এক দম্পতির বিবাহবিচ্ছেদ মামলা বর্তমানে আলোচনার বিষয় ৷ কারণ, এই বিবাহবিচ্ছেদ পানিপথ জেলায় এখনও পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল ৷ জানা গিয়েছে, বিবাহবিচ্ছেদের মীমাংসা হয়েছে 1 কোটি 11 হাজার টাকায় ৷ তবে, অধিকাংশটাই যাবে দম্পতির 6 বছরের মেয়ের নামে এফডি হিসেবে ৷ 70 লক্ষ টাকার এফডি করা হবে তার নামে এবং খরচ বাবদ 30 লক্ষ 11 হাজার টাকা দেওয়া হবে মহিলাকে ৷

পানিপথের সবচেয়ে ব্যয়বহুল বিবাহবিচ্ছেদ: 7 বছর আগে পানিপথের বাসিন্দা মহিলার বিয়ে হয়েছিল রোহতকের এক ব্যবসায়ীর সঙ্গে ৷ তাঁদের দু’জনের 6 বছরের একটি মেয়েও রয়েছে ৷ স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগে বিবাহবিচ্ছেদের মামলা করেন মহিলা ৷ মহিলা সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধ দফতরের আধিকারিক রজনী গুপ্তের মতে, ‘‘এটি পানিপথের সবচেয়ে ব্যয়বহুল বিবাহবিচ্ছেদ ৷ এর আগে কোথাও বিবাহবিচ্ছেদ হলেও, 1 কোটি টাকায় পারস্পরিক মীমাংসা হয়নি ৷’’

জবরদস্তি গর্ভপাত করানোর অভিযোগ: স্বামীর বিরুদ্ধে ওই মহিলা তাঁর দ্বিতীয় সন্তান গর্ভে আসার পর, জবরদস্তি গর্ভপাত করানোর অভিযোগ করেছেন ৷ এ নিয়ে গর্ভপাতের পর মহিলা কোনওভাবে পুলিশের কাছে পৌঁছন এবং স্বামীর বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছিলেন ৷ রজনী গুপ্ত জানিয়েছেন, মহিলার অভিযোগ তিনি দ্বিতীবার অন্তঃসত্ত্বা হওয়ার পর, তাঁর স্বামী ভ্রণের লিঙ্গ নির্ধারণের পরীক্ষা করিয়েছিলেন ৷ সেই পরীক্ষায় ভ্রুণ কন্যা সন্তান জানার পর, জোর করে তাঁর গর্ভপাত করানো হয় ৷ যদিও, এই সব অভিযোগ অস্বীকার করেছেন মহিলার স্বামী ৷ তিনি পালটা অভিযোগ করেছেন, তাঁর স্ত্রী বাপের বাড়িতে গিয়ে গর্ভপাত করিয়েছিলেন ৷

আরও পড়ুন:স্বামীকে কালো বলে অপমান করাটা নিষ্ঠুরতা, বিবাহবিচ্ছেদে সায় দিয়ে মত কর্ণাটক হাইকোর্টের

গার্হস্থ্য হিংসার অভিযোগে বিবাহবিচ্ছেদের মামলা: এই মামলা নিয়ে বলতে গিয়ে নারী সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধ দফতরের আধিকারিক রজনী গুপ্ত জানান, মহিলা স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগে বিবাহবিচ্ছেদের মামলা করেছিলেন ৷ এ নিয়ে উভয়পক্ষ আলোচনায় বসে ৷ সেখানে পারিবারিক আদালতে, স্বামী এবং স্ত্রীর সঙ্গে কাউন্সেলরের কথা হয় ৷ তাঁরা বিবাহবিচ্ছেদের সিদ্ধান্তে অনড় ছিলেন ৷ সেই মতো, 1 কোটি 11 হাজার টাকায় বিবাহবিচ্ছেদের বিষয়টি চূড়ান্ত হয় ৷ এই মামলায় মহিলা তাঁর মেয়েকে নিজের কাছে রাখতে পারবেন ৷

Last Updated : Oct 25, 2023, 7:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details