পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Arvind Kejriwal on covid rise in Delhi: দিল্লিতে লাফিয়ে বাড়ছে কোভিড; আতঙ্কিত না হওয়ার আর্জি কেজরির - Arvind Kejriwal on covid rise in Delhi

দিল্লিতে (Covid cases rising in Delhi) হু হু করে বাড়ছে কোভিড সংক্রমণ ৷ তবে মানুষকে আতঙ্কিত না হওয়ার আর্জি জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal on covid rise in Delhi)৷

most-covid-19-cases-are-mild-do-not-need-hospitalisation-Arvind kejriwal
দিল্লিতে লাফিয়ে বাড়ছে কোভিড; আতঙ্কিত হবেন না, আর্জি কেজরির

By

Published : Jan 2, 2022, 3:17 PM IST

নয়াদিল্লি, 2 জানুয়ারি:রাজধানীতে বাড়ছে কোভিড সংক্রমণ (Covid cases rising in Delhi) ৷ তবে মানুষকে ভয় পেতে বারণ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal on covid rise in Delhi) ৷ তাঁর মতে, আক্রান্তদের উপসর্গ খুবই কম, আর তাঁদের হাসপাতালে ভর্তি করারও প্রয়োজন হচ্ছে না ৷ তাই আতঙ্ক করারও কোনও প্রয়োজন নেই ৷

রবিবার ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে কেজরিওয়াল (Kejriwal on Delhi COVID cases) বলেন, "2021 সালের 29 ডিসেম্বর 2000 থেকে কোভিড সংক্রমণ এ বছর 1 জানুয়ারি পর্যন্ত বেড়ে হয়েছে 6000 ৷ তবে এই সময়কালে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা কমেছে ৷ 29 ডিসেম্বর হাসপাতালের 262 জন রোগী ছিলেন, সেখানে 1 জানুয়ারি তা কমে হয়েছে মাত্র 247 ৷"

আরও পড়ুন:Corona Update in India : দৈনিক সংক্রমণ 27 হাজারের ঘরে, ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ছাড়াল দেড় হাজার

নথি দিয়ে অরবিন্দ কেজরিওয়াল এটাই বোঝাতে চেয়েছেন যে, গত বছর এপ্রিলে কোভিডের দ্বিতীয় ঢেউ যতটা মারাত্মক আকার নিয়েছিল, সেই তুলনায় এবার হাসপাতালে ভর্তির প্রয়োজনীয়তা কম পড়ছে ৷ তিনি জানান, গত বছর 27 মার্চ দিল্লিতে 6,600 জন সক্রিয় রোগী ছিলেন এবং হাসপাতালে অক্সিজেন বেডে ভর্তি ছিলেন 1,150 জন ৷ ভেন্টিলেটরে ছিলেন 145 জন ৷ সেখানে এখন ভেন্টিলেটরে রয়েছেন মাত্র 5 জন ৷ কেজরির কথায়, "বর্তমানে শহরে সক্রিয় রোগীর সংখ্যা 6,360 জন ৷ আর আজ নতুন সংক্রমিতের সংখ্যা 3,100 জনের মতো হবে ৷ সব রোগীরই মৃদু উপসর্গ ৷ তাঁদের মধ্যে বেশিরভাগকেই হাসপাতালে ভর্তি করতে হয়নি ৷"

আরও পড়ুন :Corona Update in Bengal : রাজ্যে করোনার বাড়বাড়ন্ত অব্যাহত, কলকাতায় একদিনে আক্রান্ত 2,398 জন

দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বর্তমানে হাসপাতালের মাত্র 82টি অক্সিজেন বেডে রোগী রয়েছে ৷ দিল্লি সরকার 37,000টি বেডের ব্যবস্থা করে রেখেছে ৷ তবে আতঙ্ক করতে নিষেধ করলেও মানুষ যাতে কোভিড বিধি মেনে চলা থেকে বিরত না-থাকেন, সে বিষয়েও সতর্ক করেছেন কেজরিওয়াল ৷

শনিবার রাজধানীতে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা ছিল 2,716 ৷ গত 21 মে-র পর থেকে এটাই ছিল সর্বাধিক সংক্রমণ ৷ আগের দিনের থেকে সংক্রমণের হার বেড়েছে 51 শতাংশ ৷

ABOUT THE AUTHOR

...view details