পানাজি, 21 জানুয়ারি:মাঝ আকাশ থেকে গন্তব্যস্থলে না-গিয়ে বিমানের গতিমুখ পালটে দিলেন বিমানচালক ৷ বিমানে নাকি বোমা রাখা আছে ! এমন একটি ই-মেল এসেছে গোয়ার ডাবোলিম বিমানবন্দরের ডিরেক্টরের কাছে ৷ আর তারপরেই মস্কো থেকে গোয়ার উদ্দেশ্যে রওনা দেওয়া একটি বিমান শনিবার ভোরে উজবেকিস্তানের দিকে উড়ে যায় ৷ বিমানে 240 জন যাত্রী ছিলেন ৷ এ নিয়ে দু'সপ্তাহেরও কম সময়ের মধ্যে একই এয়ারলাইন্সের মস্কো-গোয়া রুটের বিমানে এই ঘটনা ঘটল (Goa bound Chartered Flight from Moscow got bomb threat) ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাশিয়ান এয়ারলাইন্স-এর বিমান আজুর এয়ার-এর (Azur Air) দক্ষিণ গোয়ার ডাবোলিম বিমানবন্দরে ভোর 4.15 মিনিট নাগাদ অবতরণের কথা ছিল ৷ তিনি বলেন, "বিমানটির (AZV2463) গতিপথ উজবেকিস্তানের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে ৷ ডাবোলিম বিমানবন্দরের ডিরেক্টরের কাছে রাত 12.30 মিনিট নাগাদ একটি ই-মেল আসে ৷ সেখানে লেখা ছিল বিমানে বোমা রাখা আছে ৷ ভারতের আকাশপথে ঢোকার আগেই বিমানটির গতিপথ ঘুরিয়ে দেওয়া হয় ৷ ভোর 4.30 মিনিট নাগাদ বিমানটি উজবেকিস্তানের বিমানবন্দরে অবতরণ করে ৷"