পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Covid Vaccine for Children : শিশুদের করোনার ভ্যাকসিন নিয়ে পর্যালোচনা চলছে, লোকসভায় জানাল সরকার - শিশুদের করোনার ভ্যাকসিন নিয়ে পর্যালোচনা চলছে

18 বা তার ঊর্ধ্বে যাঁদের বয়স, তাঁদের করোনার প্রতিষেধক দেওয়ার কাজ চলতি বছরেই শুরু হয়েছে ৷ কিন্তু এখনও শিশুদের ভ্যাকসিন (Covid Vaccine for Children) দেওয়ার কাজ শুরু হয়নি ৷ কবে হবে, সেই নিয়েই প্রশ্ন করা হয় সরকার ৷ তারই উত্তরে কেন্দ্রে এই তথ্য জানিয়েছে লোকসভায় ৷

mos health says in lok sabha coronavirus vaccine for children is under review
Covid Vaccine for Children : শিশুদের করোনার ভ্যাকসিন নিয়ে পর্যালোচনা চলছে, লোকসভায় জানাল সরকার

By

Published : Dec 3, 2021, 6:48 PM IST

Updated : Dec 3, 2021, 7:01 PM IST

নয়াদিল্লি, 3 ডিসেম্বর : 12 থেকে 17 বছর বয়সীদের করোনার প্রতিষেধক দেওয়ার বিষয়ে বৈজ্ঞানিক প্রমাণ নিয়ে আলোচনা চলছে (coronavirus vaccine for children is under review) ৷ শুক্রবার লোকসভায় এমনই তথ্য পেশ করেছে কেন্দ্রীয় সরকার (MoS health says in Lok Sabha) ৷

কেন্দ্রের এদিন লোকসভায় স্বাস্থ্য রাষ্ট্রমন্ত্রী ভারতী প্রবীণ পাওয়ারের একটি লিখিত বিবৃতি পেশ করা হয় ৷ সেখানেই এই বিষয়টি জানানো হয়েছে ৷ বলা হয়েছে, কোভডি প্রতিষেধক দেওয়ার জন্য গঠিত বিশেষজ্ঞদের জাতীয় গ্রুপ (NEGVAC) ও টিকাদান সংক্রান্ত প্রযুক্তি পরামর্শদাতা গ্রুপ (NTAGI) এই নিয়ে আলোচনা করছে ৷

লোকসভায় সরকারকে শিশুদের করোনার প্রতিষেধক (Covid Vaccine for Children) দেওয়ার পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হয়েছিল ৷ তারই উত্তরে এই কথা বলেছে কেন্দ্র ৷ করোনার প্রতিষেধক কোভ্যাক্সিন ভারতের নিজস্ব ৷ ভারতের সংস্থা ভারত বায়োটেক এর ফর্মুলা আবিষ্কার করে ৷ আর তারাই প্রস্তুত করে ৷

স্বাস্থ্য রাষ্ট্রমন্ত্রী জানান, শিশুদের ক্ষেত্রেও ভারত বায়োটেকের ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে 2 থেকে 18 বছর বয়সীদের উপর ৷ তারা ইতিমধ্যেই 2/3 পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল করেছে ৷ তা নিয়ে রিপোর্টও ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার কাছে জমা দিয়েছে ৷

মন্ত্রী জানিয়েছেন, ক্যাডিলা হেলথকেয়ার জাইকোভ-ডি নামে একটি ভ্যাকসিন তৈরি করেছে ৷ যা 12 বা তার বেশি বয়সীদের দেওয়া যাবে ৷ ওই ভ্যাকসিনকে ড্রাগ কন্ট্রোলার জরুরি ভিত্তিতে সীমিতভাবে ব্যবহারের অনুমতি দিয়েছে ৷ ওই ভ্যাকসিনের তৃতীয় দফার ক্লিনিক্যাল ট্রায়ালও চলছে ৷

এছাড়া মন্ত্রী জানান, সেরাম ইনস্টিটিউটও তাদের ন্যানোপার্টিকেল ভ্যাকসিন (তরল) কোভোভ্যাক্সে 2/3 পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল চালাচ্ছে ৷ 2 থেকে 17 বছরের 920 জনের উপর এটি প্রয়োগ করা হয়েছে ৷ এছাড়া আরও কয়েকটি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে বলে তিনি জানান ৷

আরও পড়ুন :Corona in India : দেশে কোভিড সংক্রমণ 9 হাজারের ঘরে, বিদেশ ফেরত একাধিক যাত্রীর করোনা

রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার দেওয়া হিসেব অনুযায়ী, ভারতে 12 থেকে 17 বছর বয়সীর সংখ্যা 14 কোটি 52 লক্ষ 14 হাজার ৷ তার থেকে কম বয়সীরা রয়েছে ৷ ফলে করোনার ভ্যাকসিন এখনও অনেককেই দিতে হবে ৷

Last Updated : Dec 3, 2021, 7:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details