নয়াদিল্লি, 11 ডিসেম্বর : তামিলনাড়ুর কুন্নুরে বায়ুসেনার মিগ-17 হেলিকপ্টার দুর্ঘটনায় বাকি থাকা 4 এয়ার ফোর্স এবং 2 সেনা জওয়ানের দেহ শনাক্ত করা গিয়েছে (Mortal remains of 6 killed in IAF chopper crash identified) ৷ তাঁদের দেহ শনিবার সকালে তাঁদের পরিবারে হাতে তুলে দেওয়া হবে ৷ দিল্লি থেকে আকাশপথে তাঁদের বাড়িতে দেহ পাঠানো হবে ৷ সেখানে সেনা এবং বায়ুসেনার তরফে যথাযথ সম্মানের সঙ্গে শেষকৃত্য সম্পন্ন হবে (last rites with appropriate military honour) ৷
বুধবার সিডিএস জেনারেল বিপিন রাওয়াত এবং তাঁর স্ত্রী সহ 14 জন সেনা ও বায়ুসেনার জওয়ান চপার দুর্ঘটনার কবলে পড়েন ৷ দুর্ঘটনায় বিপিন রাওয়াত এবং তাঁর স্ত্রী সহ 13 জনের মৃত্যু হয় ৷ এই ঘটনায় বায়ুসেনার 4 এবং সেনার 2 জওয়ানের দেহ শনাক্ত করা সম্ভব হয়নি ৷ এ দিন সেই দেহ শনাক্তকরণের কাজ সফল হয়েছে (Mortal remains of 6 personnel of IAF and army identified) ৷ যার পরেই তাঁদের দেহ যার যার পরিবারের হাতে সসম্মানে তুলে দেওয়া হল ৷
শনাক্ত হওয়া শহিদ বায়ুসেনা জওয়ানরা হলেন-
- উইং কমান্ডার পি এস চৌহ্বান ৷ তাঁর দেহ সকাল 9টা 45 মিনিটে আগরায় পৌঁছয় ৷ সেখানে পরিবারের তরফে এবং সেনার তরফে শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর
- জুনিয়র ওয়ারেন্ট অফিসার আরাক্কাল প্রদীপ ৷ তাঁরক বাড়ি সুলুরে ৷ এ দিন সকাল 11টায় তাঁর দেহ সেখানে পৌঁছবে
- স্কোয়াডর্ন লিডার কুলদীপ সিং ৷ তাঁর বাড়ি পিলানিতে ৷ বেলা 11টা 45 মিনিটে তাঁর দেহ সেখানে পৌঁছবে
- জুনিয়র ওয়ারেন্ট অফিসার রাণা প্রতাপ দাস ৷ তাঁর বাড়ি ভুবনেশ্বরে ৷ দুপুর 1টায় তাঁর শবদেহ সেখানে পৌঁছবে