মোরিন্দা (পঞ্জাব), 28 এপ্রিল: তীব্র চাঞ্চল্য ছড়াল পঞ্জাবের রূপনগর আদালতে ৷ আচমকা হাতে রিভলভার নিয়ে হামলা চালালেন এক আইনজীবী ৷ তাঁর নিশানায় ছিলেন মোরিন্দা ব্লাসফেমির অর্থাৎ ধর্মীয় অবমাননায় অভিযুক্ত জসবীর সিং ৷ বৃহস্পতিবার বিকেলের এই ঘটনা শোরগোল সৃষ্টি করে রূপনগর আদালতে ৷
মোরিন্দার গুরুদ্বার শ্রী কোতোয়ালি সাহেবে ধর্মবিশ্বাসে আঘাত হানার মামলায় অভিযুক্ত জসবীর সিংকে বৃহস্পতিবার রূপনগর আদালতে পেশ করা হয় ৷ ডিএসপি তালবিন্দর সিংয়ের নেতৃত্বে একটি বিশাল পুলিশ বাহিনী কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে তাঁকে আদালতে পেশ করে ৷
তবে সেখানে যাবতীয় নিরাপত্তার ব্যবস্থাকে স্তম্ভিত করে দিয়েছে ওই ঘটনা ৷ স্থানীয় আইনজীবীরা ঘটনার সত্যতা স্বীকার করেছেন, তবে তাঁদের দাবি অভিযুক্ত আইনজীবী জসবীর সিংকে শুধু মারধর করার চেষ্টা করেছিলেন । আসামিকে আদালতে আনার সময় তাঁর উপর রিভারভার নিয়ে হামলা চালান জনৈক আইনজীবী । ফার্সট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ম্যাডাম পারুল এই মামলার শুনানি করে আসামিকে আরও দুই দিনের জন্য রিমান্ডে পাঠিয়েছেন । কড়া নিরাপত্তার মধ্যে অভিযুক্তকে এসডিএম (সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট) অফিসের দিকে নিয়ে যাওয়া হয় ।