পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

More Women as Astronauts: 'মহিলা মহাকাশচারীদের সংখ্যা আরও বাড়ুক,' ইচ্ছাপ্রকাশ ইসরো চেয়ারম্যানের - ইসরোর প্রধান এস সোমনাথন

আগেও দেখা গেছে দেশে মহাকাশ গবেষণায় মহিলা বৈজ্ঞানিকদের দাপট । এবার সেই দাপটের সূচক তেজী করার বার্তা দিলেন ইসরোর চেয়ারম্যান । যিনি আশা রাখছেন মহাকাশ গবেষণায় আরও যোগ দেবেন মহিলা মহাকাশচারী ।

More Women as Astronauts
ইসরোর প্রধান এস সোমনাথন

By ETV Bharat Bangla Team

Published : Oct 24, 2023, 5:56 PM IST

তিরুভনান্তপুরম, 24 অক্টোবর: মহাকাশ অভিযানে আরও বেশি সংখ্যক মহিলা মহাকাশচারীদের যোগ দেওয়ার আহ্বান জানালেন ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রধান এস সোমনাথন ৷ এই স্বপ্ন তাঁর একার নয়, দেশবাসী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও। যাঁরা চান মহাকাশ গবেষণা ক্ষেত্রে আরও এগিয়ে আসুক দেশের মহিলরা ৷ মঙ্গলবার পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরো চেয়ারম্যান এমনটাই জানিয়েছেন ৷

বিজয়া দশমীর দিন স্থানীয় পুরনামি কাভু মন্দিরে 'বিদ্যারম্ভম' অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ সেখানেই উপস্থিত ছিলেন ইসরোর চেয়ারম্যান এস সোমনাথন ৷ এই অনুষ্ঠানের মাধ্যমেই শিশুদের অক্ষরের সঙ্গে পরিচয় করান তিনি ৷ পাশপাশি আগামী গগনযান অভিযানে মহিলা মহাকাশচারী থাকবে বলে আশা প্রকাশ করেন ৷ তিনি উল্লেখ করেন, ইতিমধ্যে গগনযান অভিযানে যেসমস্ত মহাকাশচারী থাকবেন তাঁদের প্রশিক্ষণ শুরু হয়ে গিয়েছে ৷ এই অভিযান শুরুর প্রথমেই মহিলা মহাকাশচারী নাও থাকতে পারেন ৷ তবে পরে তাঁরা যোগ দিতে পারেন ৷ তিনি চান আরও মহিলা মহাকাশচারী এগিয়ে আসুক গগনযান অভিযানে ৷

রবিবার ইসরোর চেয়ারম্যান বলেন, "ইসরো তার বহু আলোচিত গগনযান অভিযানের জন্য মহিলা পাইলট ও বিজ্ঞানীকে বাছাই করার কথা ভাবছে ৷ যারা আগামী দিনে মহাকাশে যাবেন গগনযান অভিযানে ৷ তবে পরের বছরই গগনযান মহাকাশে পাঠানো হবে ৷ সেখানে পরীক্ষামূলকভাবে একটি যন্ত্রমানব থাকবে ৷ মহাকাশে পৃথিবীর কক্ষপথে 400 কিলোমিটার দুরত্বে পাঠানো হবে গগনযানকে ৷ যাতে সেটি আবারও পৃথিবীতে ফিরে আসতে পারে তিন দিনের মধ্যে ৷" তিনি আরও জানান, বিজ্ঞানকে শিশুদের মধ্যেও প্রসার ঘটাতে হবে ৷ যাতে তারা বিজ্ঞানের প্রতি আগ্রহী হয় ৷

ইসরোর বর্তমান চেয়ারম্যান ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন চেয়ারম্যান জি মাধবন নায়ার এবং বিক্রম সারাভাই স্পেস সেন্টারের ডিরেক্টর উন্নীকৃষ্ণান ৷ এদিনই কংগ্রেস সাংসদ শশী থারুরও উপস্থিত ছিলেন শ্রী স্বরস্বতী দেবী মন্দিরে আয়োজিত শিশুদের 'বিদ্যারম্ভম' অনুষ্ঠানে ৷

'বিদ্যারম্ভম' অনুষ্ঠান কি ?

এই অনুষ্ঠানটি সাধারণত দক্ষিণভারতে বিজয়া দশমীর দিন পালন হয় ৷ 'বিদ্যারম্ভম'শব্দটি সংস্কৃত শব্দ থেকে এসেছে ৷ এদিন শিশুদের প্রথম হাতেখড়ি হয় ৷ তাদের অক্ষরের জ্ঞান ও লেখা শেখানো হয় এই অনুষ্ঠানের মাধ্যমে ৷

সেদিনই মহিলা মহাকাশচারীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বার্তা দিলেন ইসরোর চেয়ারম্যান।

আরও পডুন:বাইরে থেকে পিএসএলভি তৈরিতে নয়া সাফল্য ইসরোর

ABOUT THE AUTHOR

...view details