নিউ দিল্লি, 15 মে : কোভিশিল্ড, কোভ্যাক্সিন তো আছেই, এবার রাশিয়ার কোভিড-19 ভ্যাকসিন স্পুটনিকের উৎপাদনও শুরু হবে ভারতে ৷ তৈরি করা হবে আরও বেশি প্ল্যান্ট ৷
স্পুটনিক ইতিমধ্যেই ভারতে বেশ কিছু কোম্পানির সঙ্গে ভ্যাকসিন উৎপাদন নিয়ে জোট বেঁধেছে ৷ ভারত বায়োটেক আর এসআইআই-ও নতুন প্ল্যান্ট তৈরির ব্যবস্থা করছে ৷ আর দু'মাস মানে জুলাই-অগস্টের শেষে প্রচুর পরিমাণে ভ্যাকসিন পাওয়া যাবে, জানিয়ে আশ্বাস দিলেন এইমস-এর ডাইরেক্টর ডাঃ রণদীপ গুলেরিয়া ৷