পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Lumpi Virus in Jharkhand: ঝাড়খণ্ডে লাম্পি ভাইরাসে মৃত্যু হাজারেরও বেশি গবাদি পশুর

More Thousand Cattle Died Due to Lumpi Virus: ঝাড়খণ্ডে লাম্পি ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে হাজারেরও বেশি গবাদি পশুর । সব সরকারি আধিকারিকদের ছুটি বাতিল করেছে পশুপালন দফতর ।

Lumpi Virus
লাম্পি ভাইরাস

By ETV Bharat Bangla Team

Published : Sep 5, 2023, 9:47 PM IST

রাঁচি, 5 সেপ্টেম্বর: ঝাড়খণ্ডে দিনে দিনে বাড়ছে লাম্পি ভাইরাসের প্রকোপ ৷ রাজ্যের চাতরা, গাড়োয়া, পালামু, লাতেহার, সাহেবগঞ্জ, গোড্ডা, দুমকা, গুমলা, রামগড়, হাজারিবাগে গত এক সপ্তাহে লাম্পি ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে হাজারেরও বেশি গবাদি পশুর । বিভিন্ন জেলায় দ্রুত গবাদি পশুদের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়ায় ক্ষোভে ফেটে পড়ছে পশুপালকরা ।

জানা গিয়েছে, চতরা, গোড্ডা, সাহেবগঞ্জ, গুমলা, লোহারদাগা প্রভৃতি জেলার অসুস্থ পশুদের মধ্যেও একই রকম উপসর্গ খুঁজে পেয়েছে পশুপালন দফতর । এরপর সব জেলায় পশুদের টিকাদান অভিযান চালানো হয় ৷ তবে পর্যাপ্ত সংখ্যক টিকা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ ৷ এই ভাইরাসের বিপদের আশংকা করে দফতরের ঊর্ধ্বতন আধিকারিকরা সমস্ত জেলা পশুপালন অফিসার এবং নোডাল অফিসারদের প্রয়োজনীয় নির্দেশিকা দেওয়া হয়েছে । আধিকারিকদের বলা হয়েছে, যদি তাদের জেলায় এ ধরনের রোগে আক্রান্ত প্রাণী পাওয়া যায়, তাহলে নমুনাগুলো কোল্ড চেইনে রেখে দ্রুত ইনস্টিটিউটে পাঠাতে হবে ।

রোগ নিয়ন্ত্রণে অভিযানের জন্য ছুটি বাতিল করা হয়েছে পশুপালন দফতরের আধিকারিকদের । তাদেরকে শুধুমাত্র জরুরি পরিস্থিতিতে ছুটির জন্য আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে । পশুপালকরা জানান, এ রোগের লক্ষণ দেখা দেওয়ার এক থেকে দেড় সপ্তাহের মধ্যে পশুগুলি মারা যাচ্ছে । পশুপালন দফতর জেলাগুলিতে গবাদি পশুদের লাম্পি ভাইরাস এবং এর দ্বারা সৃষ্ট রোগ প্রতিরোধ সম্পর্কে সচেতন করতে প্রচার শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ।

আরও পড়ুন:দেশজুড়ে মহামারির আকার নিয়েছে লাম্পি ভাইরাস, রাজ্যে মৃত্যু 500 গবাদি পশুর

লাম্পি হল ভাইরাস থেকে সৃষ্ট একটি সংক্রামক রোগ । এটি প্রধানত গবাদি পশুদেরকে সংক্রমিত করে । এই রোগটি মূলত সংক্রমিত মাছি ও মশার কামড় থেকে ছড়ায় । এমনকী গরুর থেকে বাছুরেও এই রোগ ছড়িয়ে পড়তে পারে । ঝাড়খণ্ড ছাড়া পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যে লাম্পি ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে শতাধিক গবাদি পশুর ৷

ABOUT THE AUTHOR

...view details