রাঁচি, 5 সেপ্টেম্বর: ঝাড়খণ্ডে দিনে দিনে বাড়ছে লাম্পি ভাইরাসের প্রকোপ ৷ রাজ্যের চাতরা, গাড়োয়া, পালামু, লাতেহার, সাহেবগঞ্জ, গোড্ডা, দুমকা, গুমলা, রামগড়, হাজারিবাগে গত এক সপ্তাহে লাম্পি ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে হাজারেরও বেশি গবাদি পশুর । বিভিন্ন জেলায় দ্রুত গবাদি পশুদের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়ায় ক্ষোভে ফেটে পড়ছে পশুপালকরা ।
জানা গিয়েছে, চতরা, গোড্ডা, সাহেবগঞ্জ, গুমলা, লোহারদাগা প্রভৃতি জেলার অসুস্থ পশুদের মধ্যেও একই রকম উপসর্গ খুঁজে পেয়েছে পশুপালন দফতর । এরপর সব জেলায় পশুদের টিকাদান অভিযান চালানো হয় ৷ তবে পর্যাপ্ত সংখ্যক টিকা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ ৷ এই ভাইরাসের বিপদের আশংকা করে দফতরের ঊর্ধ্বতন আধিকারিকরা সমস্ত জেলা পশুপালন অফিসার এবং নোডাল অফিসারদের প্রয়োজনীয় নির্দেশিকা দেওয়া হয়েছে । আধিকারিকদের বলা হয়েছে, যদি তাদের জেলায় এ ধরনের রোগে আক্রান্ত প্রাণী পাওয়া যায়, তাহলে নমুনাগুলো কোল্ড চেইনে রেখে দ্রুত ইনস্টিটিউটে পাঠাতে হবে ।