তেজপুর, 4 অগস্ট: মণিপুরের পরিস্থিতির এখনও উন্নতি হয়নি । রাজ্য ও কেন্দ্রীয় সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যত ব্যর্থ হয়েছে । এদিকে বৃহস্পতিবার ফের ভয়াবহ ঘটনা ঘটল রাজ্যের বিষ্ণুপুর জেলায় । অভিযোগ, মণিপুরের কাংভাই এলাকায় একদল লোক নিরাপত্তা বাহিনীর ডিপোতে হামলা চালায় । সেনাবাহিনী ও ব়্যাফের গুলি চালানোর পর একদল লোক দ্বিতীয় এমআর ও সপ্তম এমআর ব্যাটালিয়ন থেকে 300টিরও বেশি অস্ত্র লুট করে পালিয়ে যায় । শুক্রবার এই খবর সামনে এসেছে ৷
এই নিয়ে প্রশাসনের তরফে কারও কোনও বক্তব্য এখনও পাওয়া যায়নি ৷ কিন্তু সেনাবাহিনীর তরফে এই নিয়ে অভিযোগ জানানো হয়েছে পুলিশের কাছে ৷ সেই অভিযোগের সঙ্গে কোন কোন ধরনের অস্ত্র লুট হয়েছে, কতগুলি করে অস্ত্র নিয়ে গিয়েছে দুষ্কৃতিরা, সব বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে ৷
এই পরিস্থিতিতে মণিপুরের ইম্ফল পশ্চিম জেলায় চেঞ্জাম চিরাং নামে এক পুলিশকর্মীও নিহত হয়েছেন । জানা গিয়েছে যে ইম্ফল পশ্চিম এবং ইম্ফল পূর্ব জেলার বিভিন্ন দিক থেকে আসা লোকজন মণিপুর রাইফেলসের দ্বিতীয় ব্যাটালিয়ন এবং উত্তর এওসি-এর সপ্তম ব্যাটালিয়নের খবেইসাইয়ের অস্ত্র ও গোলাবারুদ লুট করে পালিয়েছে । ইম্ফল পশ্চিম এবং ইম্ফল পূর্ব প্রশাসনের দ্বারা জারি করা একটি বিবৃতি অনুসারে, উত্তেজনা বৃদ্ধির পরে এই এলাকায় সন্ধ্যা কারফিউ জারি করা হয়েছে ।