পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

একাধিক সুরা কোম্পানিতে আয়কর হানা, বাজেয়াপ্ত 300 কোটি টাকা! - আয়কর হানা

Income Tax Raid in Odisha: কর ফাঁকি দেওয়ার অভিযোগে ওড়িশার বেশ কয়েকটি জায়গায় হানা দফতরের ৷ সেই অভিযানে একাধিক কোম্পানি থেকে উদ্ধার 300 কোটি টাকা নগদ ৷ টাকাগুলি বাজেয়াপ্ত করলেন আয়কর দফতরের আধিকারিকরা ৷

Income Tax Raid
আয়কর হানা

By ETV Bharat Bangla Team

Published : Dec 7, 2023, 11:21 AM IST

Updated : Dec 7, 2023, 12:58 PM IST

সম্বলপুর, 7 ডিসেম্বর: ওড়িশাতে দুটি কোম্পানিতে আয়কর হানা ৷ বাজেয়াপ্ত করা হয়েছে 300 কোটি নগদ টাকা ৷ বেশ কয়েকটি সুরা কোম্পানির বিরুদ্ধে আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ ছিল ৷ সেই অভিযোগের ভিত্তিতে বুধবার রাজ্যের বিভিন্ন জায়গায় আইটি অভিযান চালানো হয় । বলদেব সাহু অ্যান্ড গ্রুপ অফ কোম্পানিজের বালাঙ্গির অফিসে অভিযান চালায় আয়কর দফতর ৷ সেখান থেকে 150 কোটিরও বেশি নগদ বাজেয়াপ্ত করেন আধিকারিকরা ৷ এই কোম্পানি পশ্চিম ওড়িশার বৃহত্তম দেশীয় মদ উৎপাদন এবং বিক্রয় সংস্থাগুলির মধ্যে একটি বলে জানা গিয়েছে । এর পাশাপাশি সম্বলপুর কর্পোরেট অফিস থেকে 150 কোটি টাকা উদ্ধার হয়েছে ৷ কর ফাঁকির অভিযোগে অভিযান চালিয়ে মোট 300 কোটির বেশি নগদ উদ্ধার আয়কর দফতরের । এত টাকা দেখে হতবাক আয়কর দফতরের আধিকারাকরা ।

প্রাথমিক তথ্য অনুসারে, বলদেব সাহু অ্যান্ড গ্রুপ অফ কোম্পানিজের অংশীদার সংস্থা বৌধ ডিস্টিলারি প্রাইভেট লিমিটেড কোম্পানিতে এর আগে আয়কর দফতর অভিযান চালিয়েছিল । গতকাল আয়কর দল সুন্দরগড়ের মদ ব্যবসায়ী রাজকিশোর প্রসাদ জয়সওয়ালের সারগিপালির বাড়ি, অফিস এবং দেশীয় মদের ভাটিতেও অভিযান চালায় । পলাশপল্লিতে বৌধ ডিস্টিলারি প্রাইভেট লিমিটেডের কর্পোরেট অফিস এবং কয়েকজন কর্মকর্তার বাড়িতেও অভিযান চালানো হয় ।

বৌদ্ধ রামভিক্ত কোম্পানির কারখানা ও অফিসেও অভিযান চালানো হয়েছে । কোম্পানির সঙ্গে যোগসাজশের অভিযোগে বৌদ্ধ পুরনা কটকের ব্যবসায়ী অশোক কুমার আগরওয়ালের রাইস মিল, বাসভবন এবং অন্যান্য জায়গায় অভিযান চালিয়েছে আয়কর দল । অন্যদিকে, বালাঙ্গির এবং টিটিলাগড়ে একাধিক মদ ব্যবসায়ীরা আয়কর দফতরের নজরে রয়েছেন । আয়কর দফতরের 30 সদস্যের একটি দল মদ ব্যবসায়ী সঞ্জয় সাহু এবং দীপক সাহুর বাড়িতে এবং মদের দোকানে অভিযান চালান ।

জানা গিয়েছে, আয়কর দল কলকাতা ও রাঁচিতে হানা দিয়েছে । স্ক্যানারে আসার পর এইসব কোম্পানির বেশ কয়েকজন ডিরেক্টর ও এমডির বিরুদ্ধে অভিযান চালানো হয় । তবে আয়কর অভিযানের বিষয়ে বৌধ ডিস্টিলারি প্রাইভেট লিমিটেড বা অন্য কোনও অংশীদার সংস্থার কাছ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি । এ বিষয়ে আয়কর দফতরের আধিকারিকরাও কোনও মন্তব্য করতে চাননি ।

আরও পড়ুন:

  1. পোলবায় মদের কারখানায় আয়কর হানা, ভোররাত থেকে চলছে জোর তল্লাশি
  2. বিছানার নীচে টাকার গদি! বেঙ্গালুরুতে আয়কর হানায় উদ্ধার 42 কোটি
  3. কলকাতা-সহ উত্তর-পূর্বের একাধিক শহরে আয়কর হানা, 250 কোটির সম্পত্তির হদিশ
Last Updated : Dec 7, 2023, 12:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details