বেঙ্গালুরু, 16 জানুয়ারি: কর্ণাটকে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের গর্ভধারণের ঘটনা দিনকে দিন বেড়েই চলেছে ৷ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর জানিয়েছে, গতবছর অর্থাৎ 2023 সালে 28 হাজারেরও বেশি নাবালিকা অন্তঃসত্ত্বা হয়েছে সেই রাজ্যে ৷ 14 থেকে 17 বছর বয়সিদের গর্ভবতী হওয়াটা স্বভাবতই বেশ উদ্বেগের বিষয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের প্রজনন ও শিশু স্বাস্থ্য (আরসিএইচ) বিভাগের মতে, 2023 জানুয়ারি থেকে নভেম্বর মাসে 28 হাজার 657 জন নাবালিকা কর্ণাটকে গর্ভবতী হয়েছে ৷
এই বিষয়ে চিকিৎসকরা বারবার স্মরণ করিয়েছেন যে, 18 বছরের কম বয়সে প্রসবের ক্ষেত্রে মা ও সন্তানের নানাবিধ সমস্যা হয়। 16 থেকে 18 বছর বয়সেই ছেলেমেয়েদের শরীর ও মনের পূর্ণ বিকাশ ঘটে। তার আগে স্তন, ডিম্বাণু কিংবা গর্ভাশয়ের মতো অঙ্গের বিকাশ ঘটে না। ফলে নাবালিকা মায়েদের গর্ভপাত ও রক্তক্ষরণের ঝুঁকি অনেক বেশি থাকে। নবজাতকদেরও গঠনগত ত্রুটি এবং পুষ্টির সমস্যা দেখা দেয় এক্ষেত্রে। কিন্তু এই ঘটনা কমার বদলে দিন দিন বেড়েই চলেছে। সার্বিকভাবে এর প্রভাব পড়ছে প্রসূতি মৃত্যু, শিশু মৃত্যুতে।