নয়াদিল্লি, 8 জুন : দেশের 28 টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে এখনও পর্যন্ত মোট 28,252 জন মিউকরমাইকোসিসে আক্রান্ত রোগী সন্ধান মিলেছে ৷ যাদের মধ্য়ে 86 শতাংশের করোনাসংক্রমণ হয়েছিল, আর 62.3 শতাংশের ডায়াবেটিস রয়েছে ৷ কোভিড-19 পরিস্থিতি নিয়ে জিওএম-এর 28তম একটি বৈঠকে এই তথ্য দিয়েছেন কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন, জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক ৷
মহারাষ্ট্রে সবচেয়ে বেশি সংখ্যক মিউকরমাইকোসিস রোগী পাওয়া গিয়েছে । সেখানে সংক্রমিত হয়েছেন 6339 জন ৷ এর পরে গুজরাতে 5486 জন ৷ এই ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন নীতি আয়োগের সদস্য ডাঃ ভি কে পাল জানান যে 141 দিনে ভারতে 23 কোটি দেশবাসীকে ভ্য়াকসিন দেওয়া হয়েছে ৷ বিশ্বে আমেরিকা (134 দিনে)-র পর দ্বিতীয় স্থানে ভারত ৷ ভারত পেডিয়াট্রিক কোভিড-19 পরিস্থিতি সামলাতে পুরোপুরি তৈরি দেশ ৷