পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Chardham Yatra 2022 : 19 লক্ষের বেশি পুণ্যার্থী চারধাম যাত্রা করেছেন, মৃত্যু হয়েছে 160 জনের - Chardham Yatra 2022

এই বছর উত্তরাখণ্ডে চারধাম যাত্রা (Chardham Yatra 2022) শুরু হয়েছে 3 মে ৷ এখনও পর্যন্ত প্রায় 19 লক্ষ 55 হাজার 74 জন ভক্ত চারধাম দর্শন করেছেন ৷ কেদারনাথ ধাম যাত্রার সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে চারধাম যাত্রা ৷ কেদারনাথ ধামে প্রথমবারের মতো 6 লাখেরও বেশি তীর্থযাত্রী কেদারনাথ ধাম দর্শন করেছিলেন ৷

Chardham Yatra 2022
মৃত্যু হয়েছে 160 পুণ্যার্থীর

By

Published : Jun 13, 2022, 1:07 PM IST

রুদ্রপ্রয়াগ, 13 জুন : উত্তরাখণ্ডের চারধাম যাত্রায় (Chardham Yatra 2022) ভক্তের সংখ্যা রেকর্ড ভাঙছে । 3 মে থেকে চারধাম যাত্রা শুরু হয়েছে । পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত 19 লাখ 55 হাজার 74 জন ভক্ত চারধাম দর্শন করেছেন । অধিকাংশ পুণ্যার্থী বদ্রীনাথ ধামে গিয়েছেন । সেই সংখ্যাটা 6 লাখ 79 হাজার 482 জন ৷

একই সময়ে, চারধামে এখনও পর্যন্ত 160 জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে । 12 জুন পর্যন্ত 15,525 জন তীর্থযাত্রী কেদারনাথ ধামে গিয়েছেন ৷ অপরদিকে 8 মে থেকে 6 লক্ষ 79 হাজার 482 জন তীর্থযাত্রী বদ্রীনাথ ধাম যাত্রা করেছেন ৷ বদ্রীনাথ ও কেদারনাথে মোট তীর্থযাত্রীর সংখ্যা 13 লক্ষ 32 হাজার 488 জন ৷ তারমধ্যে বদ্রীনাথে 36 জন এবং কেদারনাথে 75 জন ভক্তের মৃত্যু হয়েছে ৷

জেলা দুর্যোগ বিপর্যয় আধিকারিক নন্দন সিং রাজওয়ার জানিয়েছেন, এখনও পর্যন্ত মহারাষ্ট্রের 18 জন, মধ্যপ্রদেশের 13 জন এবং গুজরাটের 12 জন তীর্থযাত্রীর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৷ সোনপ্রয়াগে পাহাড় থেকে পড়ে একজন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে ।

এই প্রসঙ্গেই চিফ মেডিকেল অফিসার ডা. বিকেক শুক্লা জানান, রবিবার মোট 1 হাজার 767 জন ভক্তের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা করা হয়েছে । 100 জন যাত্রীকে অক্সিজেন সরবরাহ করা হয়েছিল । পাশাপাশি, ওপিডি-এর মাধ্যমে এখনও পর্যন্ত 72 হাজার 636 জন ভক্তের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা করা হয়েছে। 3 হাজার 425 জন যাত্রীকে অক্সিজেন দেওয়া হয়েছে।

আরও পড়ুন : চারধাম যাত্রায় 20 দিনে মৃত্যু 57 জনেরও বেশি তীর্থযাত্রীর

কেদারযাত্রার সময়ে বেশ কয়েকটি সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা ৷ পাহাড়ি রাস্তায় ক্রমশই উপরের দিকে উঠতে হয় ৷ ফলে হাঁটার সময় শ্বাস নিতে কষ্ট হয় । বেশি উচ্চতায় এসে অক্সিজেনের সমস্যা হয় ৷ এমন পরিস্থিতিতে হার্ট অ্যাটাকের মতো ঘটনা ঘটে। তাই তীর্থযাত্রীদের পায়ে হেঁটে যাত্রা শুরু করার আগে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করার নির্দেশ দেওয়া হচ্ছে । হৃদরোগে আক্রান্ত রোগীদের ঝুঁকি নিয়ে না চারধাম যাত্রা না করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা ৷ চারধাম যাত্রায় ভক্তদের সংখ্যা বাড়ায় ইতিমধ্যেই তীর্থযাত্রা বন্ধের নির্দেশ জারি হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details