পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দৈনিক সংক্রমণ কমল 2 হাজার, 24 ঘণ্টায় মৃত 161

গতকালের তুলনায় আজ সামান্য কমেছে কোরোনায় আক্রান্তের সংখ্যা । গতকাল সংখ্যাটি ছিল 18 হাজার 645 জন । আজ প্রায় 2 হাজার কম মানুষের শরীরে মিলেছে ভাইরাসের হদিস ।

COVID Update
ছবি

By

Published : Jan 11, 2021, 12:15 PM IST

দিল্লি, 11 জানুয়ারি : দুই সপ্তাহের বেশি সময় ধরে দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা 16 থেকে 20 হাজারের আশপাশে ঘোরাফেরা করছে । আর গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছে 16 হাজার 311 জন । একদিনে মৃত্যু হয়েছে 161 জনের । গতকাল মৃত্যু হয়েছিল 201 জনের ।

স্বাস্থ্যমন্ত্রকের শেষ বুলেটিন অনুযায়ী, দেশে মোট কোরোনায় আক্রান্ত হয়েছে 1 কোটি 4 লাখ 66 হাজার 595 জন । মৃত্যু হয়েছে 1 লাখ 51 হাজার 160 জনের । দেশে একদিনে সুস্থ হয়ে উঠেছে 19 হাজার 299 জন । এখনও পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছে 1 কোটি 92 হাজার 909 জন । মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 2 লাখ 22 হাজার 526 জন ।

আরও পড়ুন : 24 ঘণ্টায় কোরোনার নতুন স্ট্রেনে দেশে আক্রান্ত হননি কেউ

দেশে সক্রিয় কোরোনা আক্রান্তের নিরিখে সবার উপরে রয়েছে কেরালা এবং তারপরে দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র । কেরালায় বর্তমানে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 64 হাজার 379 । মহারাষ্ট্রে মোট সক্রিয় আক্রান্ত রয়েছে 55 হাজার 351 জন । এদিকে দেশে এখনও পর্যন্ত নতুন স্ট্রেনে আক্রান্ত হয়েছে 90 জন ।

ABOUT THE AUTHOR

...view details