সিমলা, 1 অগস্ট: হড়পা বাণের (Flash Flood) কবলে পড়ে আটকে গেলেন 150 জনেরও বেশি পর্যটক ৷ হিমাচল প্রদেশের (Himachal Pradesh) লাহুল স্পিতি (Lahaul-Spiti) জেলার ঘটনা ৷ সোমবার রাজ্য বিপর্যয় মোকাবিলা বিভাগের তরফ থেকে একথা জানানো হয়েছে ৷
'লাহুল স্পিতি জেলা বিপর্যয় অভিযান কেন্দ্র' (Lahaul-Spiti District Emergency Operations Centre) বা ডিইওসি (DEOC)-এর তরফ থেকে জানানো হয়েছে, আটকে পড়া পর্যটকদের উদ্ধার করতে ইতিমধ্যেই বিশেষ দল পাঠানো হয়েছে ৷ উদ্ধারকারীদের সেই দলে পুলিশ ও প্রশাসনের প্রতিনিধিরা ছাড়াও সীমান্ত সড়ক সংস্থা (Border Roads Organisation) বা বিআরও (BRO)-এর আধিকারিকরা রয়েছেন ৷