রুরকি (উত্তরাখণ্ড), 2 ফেব্রুয়ারি: ডাক্তাররা মৃত ঘোষণা করে দিয়েছিলেন (Dead Gyan Devi becomes alive in Roorkee)৷ শেষকৃত্যের জন্য শ্মশানে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করে দেন পরিবারের লোকজন ৷ কিন্তু সৎকারের কয়েক মুহূর্তে আগে হঠাৎ নড়চড়ে উঠলেন 109 বছরের বৃদ্ধা ৷ চোখ মেলে তাকালেনও ৷ তাই দেখে হতবাক উপস্থিত সবাই ৷ উত্তরাখণ্ডের রুরকির ঘটনা (Dead Dadi Becomes Alive)৷
মৃত ঘোষণা করেন ডাক্তার: 109 বছরের জ্ঞান দেবী ৷ রুরকির মঙ্গলৌর এলাকার নরসান খুর্দ গ্রামের বাসিন্দা ৷ কয়েক সপ্তাহ ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন ৷ 31 জানুয়ারি হঠাৎ তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান । নাতি বিনোদ এবং জামাতা মাঙ্গে রাম-সহ তাঁর পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে একজন ডাক্তারকে বাড়িতে ডেকে আনেন ৷ ডাক্তার পরীক্ষা-নীরিক্ষার পর বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করেন । শোকের ছায়া নেমে আসে পরিবারে ৷ আত্মীয়রা জ্ঞান দেবীর শেষকৃত্যের প্রস্তুতি শুরু করে ৷ বৃদ্ধার অন্ত্যেষ্টিক্রিয়ায় সাহায্য করতে এগিয়ে আসেন গ্রামবাসীরাও ৷
শ্মশানে নিয়ে যাওয়ার আগেই চোখ মেলে তাকালেন বৃদ্ধা: বৃদ্ধার দেহ খাটিয়ায় তুলে শ্মশানে নিয়ে যাওয়ার তোরজোর শুরু হয় ৷ শ্মশানে নিয়ে যাওয়ার কয়েক মিনিট আগে এক আত্মীয়ের চোখ পড়ে জ্ঞান দেবীর উপর ৷ তাঁকে নড়াচড়া করতে দেখেন সেই আত্মীয় ৷ তিনি সবাইকে বিষয়টি বললে প্রথমে অনেকে বিশ্বাস করতে চাননি ৷ এরপরই যাবতীয় জল্পনা কাটিয়ে সবাইকে হতবাক করে চোখ মেলে তাকান বৃদ্ধা ৷