পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Assam Crime Against Women: 7 বছরে অসমে মহিলা-সংক্রান্ত অপরাধের সংখ্যা 1 লক্ষেরও বেশি ! - Assam Chief Minister Himanta Biswa Sarma

উত্তর-পূর্বের এই রাজ্যটির মুখ্যমন্ত্রী দাবি করেছেন, অপরাধের সংখ্যা কমছে ৷ এদিকে সম্প্রতি অসমের অপরাধ সম্পর্কিত একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে ৷ সেখানে মহিলাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধের পরিসংখ্যান তুলে ধরা হয়েছে ৷ আর তা দেখে চোখ কপালে ওঠার জোগাড় !

crimes against women in Assam
অসমে মহিলা সংক্রান্ত অপরাধ

By

Published : Apr 14, 2023, 12:33 PM IST

গুয়াহাটি, 14 এপ্রিল: রাজ্যে অপরাধমূলক কাজকর্মের সংখ্যা কমছে বলে দাবি মুখ্য়মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ৷ এদিকে সাম্প্রতিক একটি রিপোর্ট তার উলটোটা দাবি করছে ৷ অসমের মুখ্যমন্ত্রী ফৌজদারি মামলার সংখ্যা কমে আসছে বলে দাবি করছেন ৷ এই প্রতিবেদনটিতে যে তথ্য ধরা দেওয়া হয়েছে, তা বিপরীত কথা বলছে ৷

2016 সাল থেকে 2023 সালের ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে মোট 1 লক্ষ 70 হাজার 174 টি নারী সংক্রান্ত অপরাধের রিপোর্ট প্রকাশিত হয়েছে ৷ তাছাড়া, 2016-2023 সাল- এই সময়কালে বিভিন্ন কারণে রাজ্যে মোট 1 হাজার 606 জন মহিলাকে হত্যা করা হয়েছে ৷ যৌতুকের কারণে মৃত্যু হয়েছে 1 হাজার 304 জন মহিলার ৷ ধর্ষণের ফলে মৃত্যু হয়েছে 2 হাজার 331 জনের ৷ 74 জন মহিলাকে কালাজাদুর সন্দেহে হত্যা করা হয়েছে ৷

সরকারি তথ্য অনুযায়ী, 2016 সালে 181জন, 2017 সালে 197জন, 2018 সালে 281জন, 2019 সালে 259 জন, 2020 সালে 172 জন, 2021 সালে 230টি, 2022 সালে 246জন এবং এই বছরের ফেব্রুয়ারি পর্যন্ত 40জন নারী-হত্যার ঘটনা ঘটেছে অসমে ৷

অন্যদিকে যৌতুকের কারণে মৃত্যু হয়েছে 1 হাজার 34 জন মহিলার ৷ এই সংক্রান্ত ঘটনায় আহত হয়েছেন 15 হাজার 784 জন ৷ 2016 সালে 157 জন মহিলা নিহত হন এবং আহতের সংখ্যা 233 ৷ 2017 সালে, 150 জন মহিলার মৃত্যু হয়েছে ৷ 2 হাজার 599 জন মহিলা জখম হয়েছেন ৷ সরকারি সূত্র জানিয়েছে, 2018 সালে 266 জন মহিলার মৃত্যু হয়েছে ৷ 2 হাজার 701 জন আহত হয়েছেন ৷ 2019 সালে যৌতুক সংক্রান্ত অশান্তির ঘটনায় 165 জন মহিলার মৃত্যু হয় ৷ 3 হাজার 139 জন আহত হয়েছেন ৷ 2020 সালে 124 জন মহিলার মৃত্যু হয়েছে এবং 2 হাজার 946 জন মহিলা জখম হয়েছেন ৷ 2021 সালে 119 জন মহিলার মৃত্যু হয়েছে এবং 3 হাজার 146 জন আহত হয়েছেন ৷ 2022 সালে 130 জন মহিলা নিহত হন ৷ আহতের সংখ্যা 901 ৷

চলতি বছরে মৃত্যু হয়েছে 23 জন মহিলার ৷ আহত হয়েছেন 79 জন ৷ অন্যদিকে, এই সময়ের মধ্যে 37 হাজার 55 টি অপহরণের ঘটনার খবর পাওয়া গিয়েছে ৷ এছাড়া শ্লীলতাহানি, যৌন নিপীড়ন ও স্বামীর অত্যাচারের ঘটনায় যথাক্রমে 24 হাজার 571টি, 3 হাজার 624টি এবং 74 হাজার 397টি ঘটনার কথা সামনে এসেছে ৷

আরও পড়ুন: দেশের ধর্মীয় স্থান দর্শনে অসম থেকে চালু ভারত গৌরব ট্যুরিস্ট ট্রেন

ABOUT THE AUTHOR

...view details