পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Chidambaram attacks Centre Over Pegasus: 2024 ভোটের আগে আরও আধুনিক স্পাইওয়্যার ! পেগাসাস রিপোর্টে কেন্দ্রকে খোঁচা চিদম্বরমের

2024-এর নির্বাচনের আগে আরও আধুনিক স্পাইওয়্যার পেতে পারে ভারত ৷ পেগাসাস সংক্রান্ত রিপোর্ট নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করে এ কথা বললেন পি চিদম্বরম ( Chidambaram attacks Centre Over Pegasus)৷

More advanced Spyware Ahead Of 2024: P Chidambaram attacks Centre Over Pegasus
2024 ভোটের আগে আরও আধুনিক স্পাইওয়্যার ! পেগাসাস রিপোর্টে কেন্দ্রকে খোঁচা চিদম্বরমের

By

Published : Jan 30, 2022, 3:05 PM IST

নয়াদিল্লি, 30 জানুয়ারি: 2024 সালের লোকসভা নির্বাচনের আগে দ্বিগুণ অর্থ খরচ করে আরও আধুনিক স্পাইওয়্যার (More advanced Spyware Ahead Of 2024) পেতে পারে কেন্দ্রীয় সরকার ৷ পেগাসাস নিয়ে নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিক প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর, এই ভাষাতেই কেন্দ্রকে কটাক্ষ করলেন প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম (Chidambaram attacks Centre Over Pegasus) ৷ ধারাবাহিক টুইটে এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় সরকারকে তুলোধোনা করেন তিনি ৷

সম্প্রতি মার্কিন সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমসের (NYT report on Pegasus) একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, আড়ি পাতার জন্যই 2017 সালে ইজরায়েলের থেকে পেগাসাস কিনেছিল কেন্দ্রীয় সরকার ৷ "দ্য ব্যাটল ফর দ্য ওয়ার্ল্ড'স মোস্ট পাওয়ারফুল সাইবারওয়েপন" শীর্ষক প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইজরায়েল সফরের সময়ই সে দেশ থেকে প্রতিরক্ষা ও গোয়েন্দা নজরদারি সরঞ্জাম কিনতে 200 কোটি মার্কিন ডলারের চুক্তি হয়েছিল দু‘দেশের মধ্যে ৷ সেই চুক্তিতেই ছিল ফোনে আড়ি পাতার স্পাইওয়্যার পেগাসাসের কথা ৷ একে ব্যবহার করে 2020 সালে দেশের বিরোধী নেতা-নেত্রীদের ফোনে আড়ি পাতার অভিযোগ উঠেছিল কেন্দ্রের বিরুদ্ধে ৷

আরও পড়ুন :India Bought Pegasus : পেগাসাস স্পাইওয়্যার কিনেছিল ভারত সরকার, দাবি রিপোর্টে

এই রিপোর্ট প্রকাশ হওয়ার পর কেন্দ্র এব্যাপারে নীরব থাকলেও কেন্দ্রীয় মন্ত্রী ভিকে সিং নিউ ইয়র্ক টাইমসকে 'সুপারি মিডিয়া' বলে তোপ দেগেছিলেন ৷ তাঁর সেই মন্তব্যের তীব্র কটাক্ষ করে চিদম্বরম টুইটে লেখেন, "ওয়াটারগেট কেলেঙ্কারি ও পেন্টাগন পেপারস ফাঁসে এই সংবাদপত্রের ভূমিকার কথা তিনি আদৌ জানেন কি না, তা নিয়ে আমার সন্দেহ রয়েছে ৷ তিনি যদি ইতিহাস পড়তে অনিচ্ছুক হন, তাহলে অন্তত ফিল্মগুলি দেখে নিন ৷"

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনকে ভিত্তি করেই চিদম্বরম কেন্দ্রকে খোঁচা দিয়ে লিখেছেন, "শেষ চুক্তিটি ছিল 2 বিলিয়ন ডলারের ৷ এবার ভারত আরও ভাল সুযোগ পেতে পারে ৷ 2024 সালের নির্বাচনের আগে আমরা যদি আরও অত্যাধুনিক স্পাইওয়্যার পাই, তাহলে আমরা 4 বিলিয়ন ডলার পর্যন্ত দিতে পারি ৷"

আরও পড়ুন:Rahul Attacks Modi Government : পেগাসাস কিনে দেশদ্রোহ করেছে মোদি সরকার, আক্রমণ রাহুলের

এর পরের টুইটে চিদম্বরম সরাসরি নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷ তিনি লিখেছেন, "প্রধানমন্ত্রী বলেছেন যে, ভারত-ইজরায়েল সম্পর্ককে নয়া লক্ষ্যমাত্রায় পৌঁছে দেওয়ার জন্য এটাই সেরা সময় ৷ কাজেই এটাই সেরা সময় যখন ইজরায়েলকে জিজ্ঞাসা করা যায় যে, তাদের কাছে পেগাসাস স্পাইওয়্যারের আধুনিক ভার্সান আছে কি না ৷"

ABOUT THE AUTHOR

...view details