গোয়া, 15 মে : গোয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আবারও করোনা রোগীর মৃত্যুর ঘটনা ৷ অক্সিজেন সরবরাহের অভাবে 13 জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ তবে, হাসপাতালের তরফে জানানো হয়েছে, রোগী মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি ৷ তবে, লাগাতার 3 দিন অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর ঘটনা রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে ৷ গোয়া ফরওর্য়াড পার্টির সভাপতি বিজয় সরদেশাই অভিযোগ করেছেন অক্সিজেনের সরবরাহ কম থাকায় চার দিনে মোট 75 জনের মৃত্যু হয়েছে ৷
বিজয় সরদেশাইয়ে অভিযোগ, 11 মে রাতে গোয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে 21 জন করোনা আক্রান্তের মৃত্যু হয় ৷ 12 মে রাতে আরও 15 জন এবং শুক্রবার রাতে মোট 13 জনের মৃত্যু হয়েছে ৷ তবে, হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, শুক্রবার রাতে কোনও রোগীর মৃত্যু হয়নি ৷ শুক্রবার ভোরে 13 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছিল ৷ তবে, সে সময় রোগীদের অক্সিজেনের মাত্রা কমে যায়নি বলে হাসপাতালের চিকিৎসকদের তরফে জানানো হয়েছে ৷