মোরবি, 31 অক্টোবর: গুজরাতের মোরবিতে সেতু বিপর্যয় ও শতাধিক মানুষের মৃত্যুর ঘটনায় 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ (Morbi Bridge Collapse) ৷ ধৃতরা সকলে সেতুটির দেখভালের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গিয়েছে ৷ ধৃতরা হল দীনেশ দাভে (ওভেরা গোষ্ঠীর ম্যানেজার), দীপক পারেখ, টিকিট কাউন্টারের ক্লার্ক মনসুখ টোপাই, মাদেভ সোলাঙ্কি, নিরাপত্তারক্ষী অল্পেশ গোহিল, প্রকাশ পারমার, দিলীপ গোহিল, মুকেশ চৌহান ও দেবাঙ্গ পারমার (9 people arrested in the Morbi bridge accident)৷
রাজকোট রেঞ্জের আইজি অশোক যাদব জানিয়েছেন, ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় 9 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতদের মধ্যে সেতুটির দায়িত্বপ্রাপ্ত সংস্থার ম্যানেজার ও নিরাপত্তারক্ষী আছেন ৷ ঘটনার তদন্তে 'সিট' গঠন করা হয়েছে বলে তিনি জানিয়েছেন ৷ প্রমাণের ভিত্তিতে আরও গ্রেফতারি হতে পারে বলেও তিনি জানিয়েছেন ৷