পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Morbi Bridge Collapse: সহায় ছিল গাছের ডাল, মোরবি সেতু দুর্ঘটনার কাহিনী শোনালেন অশ্বিন - মর্মান্তিক কাহিনী শোনালেন অশ্বিন

গুজরাতের মোরবি সেতু দুর্ঘটনায় (Morbi Bridge Collapse) বেঁচে যান অশ্বিন মেহরা । হাসপাতালে শুয়ে শোনালেন ব্রিজ ভাঙার সময়ের (Gujarat Bridge Disaster) বেদনাদায়ক কাহিনী ৷

Morbi bridge tragedy survivor says Mischievous kids were shaking ropes of bridge before it collapsed
Morbi bridge tragedy survivor says Mischievous kids were shaking ropes of bridge before it collapsed

By

Published : Oct 31, 2022, 7:21 PM IST

মোরবি (গুজরাত) 31 অক্টোবর:রবিবার ঘটে গিয়েছে গুজরাতের মোরবিতে এক ভয়াবহ দুর্ঘটনা (Morbi Bridge Collapse) ৷ মাচ্ছু নদীতে ঝুলন্ত ব্রিজ ভেঙে 134 জনের বেশি মারা গিয়েছেন ৷ সেই ঘটনায় প্রাণে বেঁচে গিয়েছেন অশ্বিন মেহরা (Morbi bridge tragedy survivor) ৷ তিনি শোনালেন বেদনাদায়ক ওই দিনের ঘটনা ৷ কী ঘটেছিল সেদিন ?

অশ্বিন মেহরা বলেন, "ঘটনাটি ঘটে রবিবার সন্ধে সাড়ে ছটা নাগাদ ৷ ব্রিজটি ভাঙার আগে 15-20টি দুষ্টু বাচ্চা সেতুটির দড়িগুলি ধরে নাড়াচ্ছিল ৷ সেতুটি ভেঙে যাওয়ার আগে তিনবার আওয়াজ হয়েছিল ৷"

কীভাবে তিনি এই দুর্ঘটনা (Gujarat Bridge Collapse) থেকে বেঁচে গেলেন জানতে চাওয়া হলে তিনি বলেন, "আমি যা হোক করে সেতুটি ভাঙার সময় কাছের একটি গাছের ডাল ধরে নিয়েছিলাম ৷ যার ফলে আমি বেঁচে যাই । আমার সঙ্গে আমার বন্ধু প্রকাশ ছিল ৷ তিনিও একইভাবে বেঁচে গিয়েছেন ।"

এই দুর্ঘটনায় অশ্বিন মেহরার পায়ে ও পিঠে আঘাত লেগেছে । বর্তমানে তিনি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন । সেখানে শুয়েই এদিন রবিবারের মর্মান্তিক দুর্ঘটনার কথা শোনান ৷ এই ঘটনায় আহত সকলকে জিএমইআরএস হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

আরও পড়ুন:মঙ্গলবার মোরবি সেতু দুর্ঘটনাস্থলে যাচ্ছেন মোদি

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার মোরবিতে যাবেন (PM Modi to visit Morbi) ৷ গুজরাতের মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে আজ এমনটাই ঘোষণা করা হয়েছে । সর্বশেষ হিসেব অনুযায়ী, রবিবার মোরবিতে ব্রিজ ভেঙ্গে মাচ্ছু নদীতে ডুবে যাওয়ায় নারী ও শিশু-সহ কমপক্ষে 134 জন নিহত হয়েছেন ৷ এর মধ্যে এবং 100 জনেরও বেশি আহতদের চিকিৎসা চলছে ।

ABOUT THE AUTHOR

...view details