শিলচর, 22 ডিসেম্বর:নীতি পুলিশির এক ভয়ংকর ঘটনার সাক্ষী অসম ৷ গরু চুরির অভিযোগে এক অটোচালককে নির্মম ভাবে বেধড়ক পেটাল জনতা ৷ শুধু তাই নয়, জ্বালিয়ে দেওয়া হয় তাঁর অটোটি ৷ ওই অটোচালক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৷ তাঁর পরিস্থিতি সংকটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷
কাছাড় জেলার ধোলাইয়ে এই ঘটনা ঘটেছে ৷ জানা গিয়েছে, অসমের ধোলাই পুনিখালের বাসিন্দা তাজিম উদ্দিন নামে এক অটোচালক বুধবার রাতে অটো চালিয়ে বাড়ি ফিরছিলেন । তিনি গরু চোর বলে সন্দেহ হয় একদল স্থানীয় লোকের ৷ তাঁরা গরু চুরির সন্দেহে ওই অটোচালককে আচমকা ঘিরে ধরেন বলে অভিযোগ । আর তার পরেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে ৷ অভিযোগ, গরু চুরির সন্দেহে নিজেদের হাতে আইন তুলে নিয়ে অটোচালককে ধরে নির্দয় ভাবে পেটাতে শুরু করে উত্তেজিত জনতা ৷ গণপিটুনির জেরে ওই অটোচালক অজ্ঞান হয়ে পড়েন ৷ এতেও রাগ কমেনি জনতার ৷ তাঁরা তখন মহাসড়কের উপর আক্রান্ত ব্যক্তির অটোটিতে আগুন ধরিয়ে দেন ৷