নয়াদিল্লি, 13 জুন: মাত্র কয়েকদিন আগের কথা ৷ বান্ধবীকে ককপিটে আমন্ত্রণ জানানোর জন্য এয়ার ইন্ডিয়ার একজন পাইলটকে বসিয়ে দেওয়া হয়েছিল ৷ এরপর একমাসও কাটেনি ৷ গত সপ্তাহে এয়ার ইন্ডিয়াতেই একই ধরনের আরও একটি ঘটনা ঘটল ৷ দিল্লি-লেহ বিমানের ককপিটে একজন মহিলাকে আমন্ত্রণ জানানোর জন্য দুজন পাইলটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে কর্তৃপক্ষ ।
এআই-445 বিমানের ককপিটে একজন অননুমোদিত মহিলা যাত্রী প্রবেশ করেছেন বলে অভিযোগ জানিয়েছিলেন কেবিন ক্রুরা ৷ এই অভিযোগ পাওয়ার পরপরই এয়ার ইন্ডিয়ার ম্যানেজমেন্ট পাইলট এবং সহ-পাইলটের বিরুদ্ধে ব্যবস্থা নেয় । এয়ার ইন্ডিয়ার একজন শীর্ষ কর্মকর্তা এএনআইকে জানিয়েছেন, "এআই-445 পাইলটের একজন মহিলা বন্ধু নিয়ম না মেনে ককপিটে প্রবেশ করেছিলেন, উভয় পাইলটকেই এয়ার ইন্ডিয়া গ্রাউন্ডেড/অফ-রোস্টার করেছে ৷"
এই ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে ডিরেক্টরেট অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ) বলেছে, ডিজিসিএ বিষয়টি সম্পর্কে অবগত এবং নিয়ম মেনে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে । এয়ার ইন্ডিয়া বিস্তারিত তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছে বলেও জানিয়েছেন একজন আধিকারিক ৷ এয়ার ইন্ডিয়ার তরফে এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি । একজন আধিকারিক সংবাদসংস্থা এএনআই-কে জানিয়েছে, এয়ার ইন্ডিয়া বিস্তারিত তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছে ৷