নয়াদিল্লি, 19 জুলাই : সোমবার থেকে শুরু হল সংসদের বাদল অধিবেশন ৷ কেন্দ্রের তরফে বেশ কিছু বিল পাশ করানোর পরিকল্পনা রয়েছে ৷ অধিবেশনে 29টি বিল এবং 2টি অর্থনৈতিক সিদ্ধান্ত-সহ মোট 31টি সিদ্ধান্ত গ্রহণ করার কথা রয়েছে ৷ অর্ডিন্যান্স প্রতিস্থাপনের জন্য 6টি বিল আনা হবে ।
17তম লোকসভার ষষ্ঠ অধিবেশন চলবে 19 জুলাই থেকে 31 অগস্ট পর্যন্ত ৷ সকাল 11টা থেকে দুপুর 1টা এবং দুপুর 2টো থেকে সন্ধ্যা 6টা চলার কথা অধিবেশন ৷ পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরালা এবং পুদুচেরীর নির্বাচনের পর এটাই প্রথম সংসদীয় অধিবেশন হতে চলেছে ৷ গত বছর করোনার জন্য অধিবেশনে অনিয়ম ঘটে ৷ করোনার জন্য শীতকালীন অধিবেশন অনুষ্ঠিত হতে পারেনি ৷ আর বাদল অধিবেশন বসে সেপ্টেম্বরে ৷
বাদল অধিবেশন শুরুর আগে রবিবার বিকেলে লোকসভার স্পিকার ওম বিড়লা (Om Birla) লোকসভার নেতাদের সঙ্গে বৈঠক করেন ৷ তা শুরুর কিছুটা পর বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ তাঁর উপস্থিতিতেই সেটি সমাপ্ত হয়েছে ৷ তারও আগে গতকাল সকাল 11টা নাগাদ 33টি রাজনৈতিক দলের 40 জনেরও বেশি প্রতিনিধিদের নিয়ে সর্বদল বৈঠকও করেন মোদি ৷
রবিবার বিকেলে লোকসভার নেতাদের নিয়ে বৈঠকে স্পিকার ওম বিড়লা ৷ বিশেষজ্ঞদের মতে, বাদল অধিবেশনে এই 30টি বাল পাশ করানো মোদি সরকারের পক্ষে চ্যালেঞ্জ হতে পারে ৷ কারণ দেশের কোভিড পরিস্থিতি অথবা পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, কৃষক আন্দোলনের মতো প্রসঙ্গগুলি নিয়ে সরকারকে আক্রমণ করতে তৈরি থাকবে বিরোধীরাও ৷ এই পরিস্থিতিতে সুকৌশলে নিজেদের বিলগুলি পাশ করিয়ে নেওয়া কতটা সহজ হবে তা দেখার বিষয় ৷ রবিবারের সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রীর সুর বেশ নরম শোনা যায় ৷ বৈঠকে যোগ দেওয়ার কথা বলে টুইটও করেন তিনি ৷ নিয়ম মেনে সমস্ত বিষয় আলোচনার কথা লেখেন তিনি ৷ বিশেষজ্ঞদের অনেকেরই মতে, বিল পাশের আগে সর্বদলীয় বৈঠকে নরম সুর শোনা যায় মোদির ৷
রবিবার সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয় ৷ বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানান সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশি (Pralhad Joshi) ৷ বাদল অধিবেশনে 30টি বিল পাশ করানোর কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী ৷ পাশাপাশি তিনি জানান, সংসদে সবসময় গঠনমূলক বিতর্ক হওয়া উচিত ৷ সংসদীয় নিয়ম-রীতি মেনে যে কোনও বিষয় আলোচনার জন্য প্রস্তুত কেন্দ্রীয় সরকার ৷
আরও পড়ুন : গঠনমূলক বিতর্ককে স্বাগত মোদির, 30 বিল পাশ করাতেই সুর নরম সর্বদল বৈঠকে ?