পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আস্থা ভোটে জয় খট্টর সরকারের - বিজেপি

কংগ্রেসের আনা অনাস্থা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আস্থা ভোটে জিতে হরিয়ানায় সরকার ধরে রাখল বিজেপি ৷ দুই নির্দল বিধায়ক সমর্থন তুলে নেওয়ার পর এই অনাস্থা আনে কংগ্রেস ৷ তবে, আস্থা ভোটে সংখ্যা গরিষ্ঠতা প্রমাণ করে সরকার ধরে রাখতে সমর্থ হল মনোহরলাল খট্টরের নেতৃত্বাধীন বিজেপি সরকার ৷

monoharlal khattar lead Haryana government win No confidence motion
কংগ্রেসের আনা অনাস্থা ভোটে জয় খট্টর সরকারের

By

Published : Mar 10, 2021, 9:07 PM IST

হরিয়ানা, 10 মার্চ : হরিয়ানায় কংগ্রেসের আনা অনাস্থা প্রস্তাবের প্রেক্ষিতে ভোটাভুটিতে জয় মনোহরলাল খট্টরের নেতৃত্বাধীন বিজেপি সরকারের ৷ প্রসঙ্গত, কৃষি আইনের বিরোধিতা সহ একাধিক ইস্যুকে হাতিয়ার করে মনোহরলাল খট্টরের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে হরিয়ানা বিধানসভায় অনাস্থা প্রস্তাব আনে কংগ্রেস ৷ হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুপিন্দ্র সিং হুডার নেতৃত্বে এই অনাস্থা প্রস্তাব আনা হয় ৷ তবে, বিধানসভায় সাড়ে ছ’ঘণ্টার বিতর্ক চলার পর ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে সরকারকে ধরে রাখতে সমর্থ হয়েছেন খট্টর ৷

প্রসঙ্গত, কংগ্রেসের তরফে দাবি করা হয়েছিল দুই নির্দল বিধায়ক মনোহরলাল খট্টরের সরকারের উপর থেকে সমর্থন তুলে নিয়েছে ৷ তবে, এদিন বিধানসভায় অনাস্থা ভোটে 40 জন বিজেপি বিধায়ক এবং দুষ্মন্ত চৌটালার জননায়র জনতা পার্টির 10 জন বিধায়ক এবং নির্দল প্রার্থীদের সমর্থন নিয়ে আস্থা ভোটে জয় ছিনিয়ে নেয় বিজেপি ৷ হরিয়ানার বিধানসভায় বিজেপির জোট সরকারের সমর্থনে আগেই 55 জন বিধায়কের সমর্থন ছিল ৷ আর বিরোধী পক্ষে কংগ্রেসের কাছে রয়েছে 32 জন বিধায়ক ৷

ফলে মাত্র দু’জন বিধায়কের সমর্থন প্রত্যাহারের পর কীসের ভিত্তিতে অনাস্থা আনে কংগ্রেস ৷ এর জবাবে কংগ্রেসের তরফে বলা হয়েছে, এই অনাস্থা ভোটের মহড়াটি সেই সব বিধায়কদের প্রকাশ্যে আনার জন্য ছিল, যাঁরা কৃষি আইন নিয়ে কৃষক আন্দোলনে তাঁদের পাশে নেই ৷ যদিও বিধানসভায় এই অভিযোগ খারিজ করেছেম মুখ্য়মন্ত্রী মনোহরলাল খট্টর ৷ তিনি বলেছেন, তাঁর সরকার কৃষকদের প্রতি যথেষ্ঠ সহানুভূতিশীল এবং কৃষকদের কল্যাণে সবসময় তাঁরা রয়েছেন ৷ এমনকি কৃষকদের উপর কখনই তাঁরা শক্তি প্রয়োগ করেননি ৷ তবে, সেই সঙ্গে এও বলেছেন, ‘‘শক্তি প্রয়োগ বলতে লাঠিচার্জ এবং গুলি চালানো হয়নি ৷ অবশ্যই আমরা ব্যারিকেড দিয়েছি ৷ জলকামান ব্যবহার করেছি রাজ্যের মধ্যে আন্দলোনকে প্রতিহত করতে ৷ তবে, আমাদের ধৈর্যকে যেন দুর্বলতা হিসেবে ধরা না হয় ৷’’

আরও পড়ুন : পদত্যাগ করলেন উত্তরখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত

এদিন বিধানসভায় হরিয়ানার প্রাক্তন মুখ্য়মন্ত্রী তথা কংগ্রেস নেতা ভূপিন্দ্র সিং হুডা বলেন, 26 জানুয়ারি পানিপথে মুখ্য়মন্ত্রী পতাকা উত্তোলন করতে পারেননি ৷ তাঁর হেলিকপ্টারকে পর্যন্ত নামতে দেয়নি সাধারণ মানুষ ৷ এর থেকেই বোঝা যায় যে মানুষ তাঁদের পাশে নেই ৷

ABOUT THE AUTHOR

...view details