লখিমপুর খেরি, 10 সেপ্টেম্বর: পশুর সঙ্গে মানুষের সখ্যতা বহুদিনের ৷ তাদের পরস্পরের প্রতি খাদহীন সম্পর্ক খবরে এসে বারবার ৷ কোথাও সন্তানসম টিয়াকে ফিরে পেতে পুরস্কার ঘোষণা করেন মালিক তো কোথাও আবার সন্তানসম পোষ্যকে হারিয়ে শোকে মুহ্যমান হয়ে পড়ে পরিবার ৷ তবে উত্তরপ্রদেশের লখিমপুর খেরির ঘটনা একটু অন্যরকম ৷ দুর্দিনে মানুষ তার স্বজাতির উপকার ভুলে গেলেও পশুরা তা ভোলে না ৷ এই ঘটনা যেন তারই প্রতিচ্ছবি ৷
এক কৃষকের মৃত্যুতে শোকবিহ্বল হয়ে পড়েছে এক বানর ৷ সে কৃষকের পোষ্য নয় ৷ আগে কোনওদিন আসেওনি গ্রামে ৷ তবে কৃষকের করা পাঁচ-ছ'বছর আগের উপকার সে ভোলেনি ৷
লখিমপুর খেরির ভীরা থানা এলাকার গোন্ধিয়া গ্রামে চন্দন বর্মা নামে এক কৃষক থাকতেন ৷ বনের ধারে তাঁর একটি ক্ষেত ছিল ৷ তিনি যখন জঙ্গলে খাবার খেতে বসতেন তখন একটি বানর এসে তাঁর কাছে বসত ৷ নিজে যা খেতেন বানরটিকেও তাই খাওয়াতেন ৷ ধীরে ধীরে বানরটি তাঁর বন্ধুর মতো হয়ে গিয়েছিল ৷ তবে বানরটি কখনও তাঁর বাড়িতে আসেনি ৷ বিগত পাঁচ-ছ বছর ধরে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন কৃষক ৷ সেই কারণে তিনি জঙ্গলেও যেতে পারতেন না ৷ দীর্ঘ রোগভোগের পর কিছুদিন আগে মারা যান তিনি ৷