বুলন্দশহর (উত্তরপ্রদেশ), 20 সেপ্টেম্বর:10 দিন আগেই উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে একটি বানরের মানবিকতা মুগ্ধ করেছিল নেটাগরিকদের ৷ সেখানে ভাইরাল ভিডিয়োর নেপথ্যে য়ে কাহিনি উঠে এসেছিল, তা হল এক কৃষক একটি বানরকে রোজ খাবার দিত ৷ বানরটিকে কোনওদিন কৃষক নিজের বাড়িতে নিয়ে আসেননি কিন্তু তাঁর উপকার মনে রেখেছিল বনের পশুটি ৷ কৃষকের মৃত্যুতে কোনওভাবে বাড়ি চিনে এসে একদা বন্ধু কৃষকের মৃতদেহের পাশে বসে বানরটির চোখের জল ফেলার দৃশ্য ছড়িয়ে পড়েছিল ইন্টারনেটে ৷ কৃষকের প্রতি অবলা জীবের ভালোবাসা ব্যক্ত দেখে মুগ্ঘ হয়েছিল নেটপাড়া ৷ আর এই উত্তরপ্রদেশেরই বুলন্দশহরে বানরের মৃত্যুর কারণ হল তিন যুবকের অমানবিকতা ৷
একটি বানরের গলায় দড়ি বেঁধে তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে এক ব্যক্তি ৷ এমনই ছবি দেখা গিয়েছে উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলার গুলাভাথি থানা এলাকার সেকেন্দ্রাবাদ রোডে অবস্থিত একটি কারখানায় ৷ ওইভাবে টানতে টানতে নিয়ে যাওয়ার জন্য পরবর্তীতে বানরটির মৃত্যু হয় ৷ এখানেই শেষ নয়, এই ঘটনার ভিডিয়ো তৈরি করে সোশাল মিডিয়ায় ভাইরাল করে দেয় অভিযুক্তরা ৷ এক যুবকের অভিযোগের ভিত্তিতে পুলিশ তিন অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করেছে ৷ এরপর তিনজনকেই গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয় ৷ যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷