পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mira Road Murder Case: আত্মঘাতী হয়েছেন সরস্বতী, মুম্বইয়ে যুবতীর দেহের টুকরো উদ্ধারে দাবি অভিযুক্তের - লিভ ইন পার্টনার

থানের মীরা রোডে একটি ফ্ল্যাট থেকে এক যুবতীর দেহের টুকরো উদ্ধার হয় ৷ গ্রেফতার করা হয় সরস্বতী বৈদ্য নামে ওই যুবতীর লিভ ইন পার্টনারকে ৷ জেরায় অভিযুক্ত মনোজ সানে দাবি করেছে যে তিনি খুন করেননি ৷ সরস্বতী আত্মহত্যা করেছে ৷

Mira Road Murder Case
Mira Road Murder Case

By

Published : Jun 9, 2023, 4:37 PM IST

মুম্বই, 9 জুন: লিভ ইন পার্টনারকে খুনের পর দেহ টুকরো টুকরো করে লোপাটের চেষ্টার অভিযোগ উঠেছে মনোজ সানে নামে এক প্রৌঢ়ের বিরুদ্ধে ৷ যদিও পুলিশের কাছে ওই ব্যক্তি দাবি করেছেন যে তিনি খুন করেননি ৷ বরং তাঁর লিভ ইন পার্টনার সরস্বতী বৈদ্য গত 3 জুন আত্মঘাতী হন ৷

স্বাভাবিকভাবেই মনোজের এই দাবি তদন্তকারীদের কাছে সত্যি বলে মনে হচ্ছে না ৷ কারণ, বৃহস্পতিবার মহারাষ্ট্রের থানের ওই ঘটনায় 32 বছর বয়সী সরস্বতীর দেহ টুকরো টুকরো অবস্থায় পুলিশ উদ্ধার করেছে ৷ কিছু টুকরো প্রেসার কুকারে সেদ্ধ করার অভিযোগ সামনে এসেছে ৷ স্বাভাবিকভাবেই মুম্বইয়ের ওই থানার আধিকারিকদের প্রশ্ন, সরস্বতী যদি আত্মহত্যাই করবেন, তাহলে তাঁর দেহ টুকরো টুকরো কেন করা হল ?

পুলিশের দাবি, অভিযুক্ত জেরায় জানিয়েছেন যে সরস্বতীর আত্মহত্যার পর তিনি খুব ভয় পেয়ে গিয়েছিলেন ৷ কারণ, তাঁর মনে হয়েছিল যে সবাই তাঁকেই খুনি মনে করবেন ৷ সেই কারণেই তিনি দেহ টুকরো টুকরো করে লোপাট করে দেওয়ার ছক কষেছিলেন ৷ পুলিশ আপাতত অভিযুক্তের বয়ান যাচাই করে দেখছে ৷ পুলিশের ধারণা, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে বিষয়টি স্পষ্ট হতে পারে ৷ আপাতত মুম্বইয়ের জেজে হাসপাতালে সরস্বতীর দেহের টুকরোগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ সেখান থেকে রিপোর্ট আসার অপেক্ষা করছে পুলিশ ৷

প্রসঙ্গত, মহারাষ্ট্রের থানে জেলার মীরা রোড এলাকায় আকাশদীপ বিল্ডিংয়ের একটি ফ্ল্যাট থেকে মনোজ সানেকে পুলিশ গ্রেফতার করে ৷ ওই ফ্ল্যাটে তিনি সরস্বতী বৈদ্য নামে এক যুবতীর সঙ্গে লিভ ইন করতেন ৷ প্রতিবেশীরা দুর্গন্ধ পেয়ে পুলিশকে জানান ৷ তার পর পুলিশ গিয়ে ফ্ল্যাট থেকে দেহের টুকরোগুলি উদ্ধার করে ৷ এই ঘটনায় ব্যাপক হইচই পড়ে যায় ৷ দিল্লিতে শ্রদ্ধা ওয়াকারকে যেভাবে খুন করা হয়েছিল, অনেকটা সেই কায়দাই এখানে ব্যবহার করা হয়েছে ৷

আরও পড়ুন:লিভ-ইন পার্টনারের দেহ টুকরো করে কুকারে সেদ্ধ, হাড়হিম হত্যাকাণ্ডের সাক্ষী রইল মায়ানগরী

ABOUT THE AUTHOR

...view details