পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mahua Moitra Tweets: সরকার-মিডিয়া চুপ,একার স্বর আরও তীব্র হবে, টুইটে দাবি মহুয়ার - mohua moitra tweets

তাঁর দাবি, 2019 সালে সংসদে দাঁড়িয়ে আদানি দুর্নীতির কথা বলেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ তখন সরকারের তাবেদার মিডিয়া সেই খবর ছাপেনি ৷ আজ হিন্ডেনবার্গ তা করে দেখিয়েছে ৷ সরকার চুপ থাকলেও আদানির বিরুদ্ধে তাঁর আওয়াজ জারি থাকবে বলে দাবি কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের (Mahua Moitra over Adani irregularities ) ৷

Mahua Moitra
আদানি ও মহুয়া মৈত্র

By

Published : Feb 26, 2023, 2:00 PM IST

Updated : Feb 26, 2023, 4:03 PM IST

নয়াদিল্লি, 26 ফেব্রুয়ারি: কেউ না থাকলেও তিনি আছেন ৷ সরকার ও মিডিয়া চুপ থাকলেও তিনিই আদানির বিরুদ্ধে একা হুইসলার ৷ টুইট করে একথাই জানালেন তৃণমূলের লোকসভা সাংসদ মহুয়া মৈত্র ৷ 24 জানুয়ারি আদানি গোষ্ঠীর বিরুদ্ধে হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশ্যে আসে ৷ তাতে শিল্পপতি গৌতম আদানির সংস্থার বিরুদ্ধে নানা ভাবে আর্থিক প্রতারণার অভিযোগ তুলে ধরা হয় ৷ এ নিয়ে তোলপাড় শুরু হয় দেশে এবং দেশের বাইরে ৷ শেয়ার বাজারে ধস নামে ৷ সংসদের বাজেট অধিবেশনে কংগ্রেস-সহ বিজেপি-বিরোধী দলগুলি আদানি গোষ্ঠীর বিরুদ্ধে তদন্তের দাবিতে সরব হয় ৷ তারা জয়েন্ট পার্লামেন্টারি কমিটি গঠনেরও দাবি জানায় (Mahua Moitra tweets over Adani Scam) ৷

ইতিমধ্যে আদানি গোষ্ঠীতে বিনিয়োগকারী এলাআইসির কয়েকশো কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে ৷ তার হিসেবও টুইট করেছেন কৃষ্ণনগরের সাংসদ ৷ তিনি একের পর এক টুইটে আদানি গোষ্ঠীর এই আর্থিক প্রতারণার হিসেবনিকেশ পোস্ট করে চলেছেন ৷ শুধু এলআইসি নয়, এসবিআই-এরও কোটি কোটি টাকা আদানি গোষ্ঠীর সংস্থায় লগ্নি করা আছে বলে দাবি করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেসের প্রবীণ নেতা জয়রাম রমেশ ৷ বিরোধী রাজনৈতিক মহলের একটা বড় অংশের দাবি, শিল্পপতি গৌতম আদানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ ৷ আর ঠিক সেই কারণেই তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা হয় না ।

সাংসদের দাবি, আদানির গোষ্ঠীর এই 'আর্থিক নয়ছয়ের' কথা 2019 সালে সংসদে বলেছিলেন ৷ কিন্তু সে সময় তাঁর সেই কথায় গুরুত্ব দেওয়া হয়নি ৷ টুইটে মহুয়া লেখেন, "2019-20 সালে গোদি মিডিয়া আমার আদানি সম্পর্কিত অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ করেনি ৷ হিন্ডেনবার্গ সেটা করে দেখিয়েছে ৷" এই জানুয়ারিতে মার্কিন সংস্থার এই রিপোর্টে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে স্টক মার্কেটে নিজেদের শেয়ারের দাম বাড়াতে কারচুপির অভিযোগ ওঠে ৷

আরও পড়ুন: আদানির জন্য এলআইসির 3200 কোটি টাকা ক্ষতি, দাবি মহুয়ার

স্বভাবতই এখন আদানি-হিন্ডেনবার্গ সংক্রান্ত রিপোর্টে ছেয়ে গিয়েছে সংবাদমাধ্যম ৷ মিডিয়া যেন আদানি-বিষয়ে কোনও খবর প্রকাশ না-করতে পারে, এই মর্মে আবেদন জমা পড়ে সুপ্রিম কোর্টে ৷ শুক্রবার, 24 ফেব্রুয়ারি সেই আবেদন খারিজ করে দিয়েছেন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ৷ তিনি বলেন, "আমরা কখনও মিডিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করব না ৷" এই প্রসঙ্গে মহুয়া আরও বলেন, "আপাতদৃষ্টিতে দিল্লি দেখতে চায়, একা হুইসলার মহুয়া মৈত্র কতদিন পর্যন্ত আদানির দুর্নীতি নিয়ে আঘাত আনতে পারে ৷ বিশেষ করে যখন সরকার ও মিডিয়া নীরব... ঠিক আছে, শুধুমাত্র এই হুইসলার লম্বা সময়ের জন্য থাকবে, দিনে দিনে আরও জোর হবে ৷"

Last Updated : Feb 26, 2023, 4:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details