মুম্বই, 18 মার্চ: মেয়েদের ছেঁড়া জিনস পরা নিয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তীরথ সিং রাওয়াতের মন্তব্যে দেশজুড়ে তরজা শুরু হয়েছে ৷ ওই মন্তব্যের নিন্দা করে গর্জে উঠেছেন নেটিজেনরা ৷ থেমে নেই রাজনৈতিক নেতৃত্বও ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ির খাকি শর্টস পরা ছবি পোস্ট করে পাল্টা কটাক্ষ করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷ রাওয়াতের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন সমাজবাদী পার্টি সাংসদ জয় বচ্চন ও তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷
কী বলেছিলেন রাওয়াত?
মঙ্গলবার একটি কর্মিসভায় এক মহিলার সঙ্গে তাঁর কথোপকথন তুলে ধরেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ৷ ওই মহিলা নাকি তাঁর দুই সন্তানকে নিয়ে বিমানে সফর করছিলেন ৷ রাওয়াত বলেন, "তিনি আমার পাশে বসেছিলেন, তাই তাঁর সঙ্গে কথা বলি ৷ তিনি গাম্বুট পরেছিলেন, আর তাঁর জিনসটা হাঁটুর কাছে ছেঁড়া ছিল ৷ তিনি একটি এনজিও চালান ৷ তাঁর জিনস হাঁটুর কাছে ছেঁড়া ৷ তাই নিয়েই তিনি বাচ্চাদের সঙ্গে করে সমাজে ঘুরে বেড়াচ্ছেন ৷ ছেলেমেয়েদের কী মূল্যবোধ তিনি শেখাবেন ?"
বাড়ি থেকেই বাচ্চারা খারাপ জিনিসগুলি শেখে বলে দাবি করে রাওয়াত বলেন, "কাঁচি দিয়ে সংস্কার...হাঁটু দেখিয়ে, ছেঁড়া ডেনিম পরে ধনী বাচ্চার মতো সাজা ৷ এই মূল্যবোধই এখন শেখানো হচ্ছে ৷"
আরও পড়ুন:গঙ্গা-যমুনা-সরস্বতীর সঙ্গমে পবিত্র স্নান প্রিয়াঙ্কার